বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » বিএসএফর গুলিতে বাংলাদেশি নিহত

বিএসএফর গুলিতে বাংলাদেশি নিহত 

0,,15704959_401,00

নিজস্ব প্রতিবেদক : জয়পুরহাটে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের গুলিতে আজিজুল ওরফে এজু (৩৪) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। মঙ্গলবার মধ্যরাতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা উঁচনা সীমান্তের ২৮০মেইন পিলারের ১২ ও ১৩ নম্বর সাব পিলারের মধ্যবর্তী ভারতের ৫০গজ ভেতরে এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখার সময় এ ব্যাপারে বিএসফের সাথে বিজিবি’র জরুরি পতাকা বৈঠকে বসার উদ্যোগ চলছে।

জয়পুরহাটের ৩ বিজিবি’র অধিনায়ক লে.কর্নেল আব্দুর রাজ্জাক তরফদার ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতরাত ৩টার দিকে ওই সীমান্ত উপজেলার হাটখোলাÑউঁচনা সীমান্তের অবৈধভাবে অতিক্রমে করে কয়েকজন বাংলাদেশি গরু ব্যবসায়ী ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি বর্ষণ করে। এতে গরু ব্যবসায়ী এজু গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। নিহতের লাশ হস্তান্তরের জন্য বিএসফের সাথে জরুরি পতাকা বৈঠকের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ডÑবিজিবি।

নিহত আজিজুল ওরফে এজু জয়পুরহাট সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের তোফাজ্জল হোসেন তোফার ছেলে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone