বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|রবিবার, মে ১৯, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » চেক প্রজাতন্ত্রে টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড কয়েকটি গ্রাম, নিহত ৪

চেক প্রজাতন্ত্রে টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড কয়েকটি গ্রাম, নিহত ৪ 

ভয়াবহ টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে চেক প্রজাতন্ত্রে বেশ কয়েককটি গ্রাম। এতে অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০০ জনেরও বেশি। ভয়াবহ এ তাণ্ডবে ব্রেকল্যাভ ও হোডোনিন জেলায় বেশকিছু বাড়ির ছাদ উড়ে গেছে। উপড়ে গেছে অনেক গাছ। এমনকি বেশ কিছু গাড়িও উলটে যায়। এছাড়া বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এক লাখেরও বেশি বাড়ির।টর্নেডোর সময় বাতাসের গতিবেগ কমপক্ষে ঘণ্টায়  ২১৯ কিলোমিটার রেকর্ড করা হয়েছে। এছাড়া এ দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোকে যুদ্ধক্ষেত্রের মতো বলে বর্ণনা করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে দক্ষিণ মোরাভিয়ার আঞ্চলিক গভর্নর জ্যান গ্রোলিচ বলেন, ‘ঘটনাটি নরকে বসবাসের মতো ছিল।’পুরো দেশের উদ্ধারকর্মীরা এসে অভিযান চালাচ্ছেন। এমনকি প্রতিবেশী অস্ট্রিয়া ও স্লোভাকিয়া থেকেও উদ্ধারকারীরা যোগ দিয়েছেন এ কাজে।দক্ষিণ মোরাভিয়ান রেসকিউ সার্ভিসের মুখপাত্র মাইকেলা বথোভা বলেন, এ ঘটনায় ৬৩ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এরমধ্যে ১০ জন গুরুতর আহত। পাশাপাশি হাসপাতালে আনার পরও কয়েকজনের মৃত্যু হয়েছে।ভালটিস নামে ব্রেকল্যাভের সাইটের একটি গ্রামে ভয়াবহ বাতাসে প্রায় প্রত্যেকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে । চেক প্রজাতন্ত্র সরকার বলছে, প্রায় এক হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে এ ঘটনা ঘটে। খবর : বিবিসি।

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone