বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|বৃহস্পতিবার, মে ২, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » বিএনপির সাবেক এমপিসহ ৬ নেতা বহিষ্কার

বিএনপির সাবেক এমপিসহ ৬ নেতা বহিষ্কার 

faridpur ai

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও উপজেলা নির্বাচনে বিদ্রোহী প্রার্থীকে মদদ দেওয়ার অভিযোগে বিএনপির সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলামসহ ছয়জনকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান প্রার্থী একেএম জামাল উদ্দিন নান্নু মিয়া, ভাইস চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম লিটন ও বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ার পর মনোনয়ন প্রত্যাহার করা মো. শহিদুল হক মন্টু।

রোববার বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

চার নেতাকে বিএনপির সকল পদ থেকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে সাবেক বিএনপি সাংসদ ও কেন্দ্রীয় বিএনপি নেতা শাহ মো. আবু জাফর বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে বোয়ালমারী উপজেলা বিএনপির তৃণমূল নেতাকর্মীদের দেওয়া মনোনয়ন মেনে না নিয়ে বিদ্রোহী প্রার্থী দেওয়াসহ তাদের মদদ দেয়ার অভিযোগে এবং বিভিন্নস্থানে ওই সকল প্রার্থীকে বিএনপির প্রার্থী দাবি করে প্রচারণা চালিয়ে ভোট প্রার্থণা করায় তাদের দল থেকে উপজেলা ও জেলা কমিটির সুপারিশক্রমে কেন্দ্রীয় কমিটি কর্তৃক বহিষ্কার করা হয়েছে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone