বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শুক্রবার, মে ১৭, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » হেফাজতের নতুন কমিটি ঘোষণা

হেফাজতের নতুন কমিটি ঘোষণা 

হেফাজতে ইসলাম বাংলাদেশ নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে। মাওলানা জুনাইদ বাবুনগরীকে আমীর এবং নুরুল ইসলাম জেহাদীকে মহাসচিব করে গঠিত কমিটিতে মামুনুল হকসহ বিলুপ্ত কমিটির একাধিক নেতার জায়গা হয়নি। এদের মধ্যে রয়েছেন জুনায়েদ আল-হাবিব, মাওলানা সাখাওয়াত হোসেনসহ গ্রেফতারকৃত বেশ কয়েকজন নেতা। রাজধানীর খিলগাঁও জামিয়া ইসলামিয়া মাখজানুল মাদরাসায় সংবাদ সম্মেলন করে নতুন কমিটি ঘোষণা করেন নতুন মহাসচিব নুরুল ইসলাম জেহাদী।সংবাদ সম্মেলন জেহাদী বলেন, আমাদের আমির জুনাইদ বাবুনগরী ও প্রধান উপদেষ্টা মহিবুল্লাহ বাবুনগরী দু’জনই অসুস্থ। সেজন্য তাঁরা আসতে পারেননি। তিনি আরও বলেন, ভবিষ্যতে প্রত্যেক জেলা কমিটির সভাপতি পদাধিকার বলে কেন্দ্রীয় কমিটির সদস্য বিবেচিত হবেন। জেলা কমিটির সভাপতি-সেক্রেটারিকে অরাজনৈতিক ব্যক্তিত্ব হতে হবে।

নতুন কমিটিতে যাঁরা আছেন:

আমির- আল্লামা জুনাইদ বাবুনগরী। নায়েবে আমির পদে আছেন নয় জন- মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, আব্দুল হক মোমেনশাহী, সালাহউদ্দিন নানুপুরী, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, মাওলানা মুহিবুল্লাহ গাছবাড়ী সিলেট, মাওলানা ইয়াহহিয়া হাটহাজারী, মাওলানা আব্দুল কুদ্দুস ফরিদাবাদ, মাওলানা তাজুল ইসলাম, মুফতি জসিম উদ্দিন।মহাসচিব- হাফেজ নুরুল ইসলাম জিহাদী। যুগ্ম-মহাসচিব পদে আছেন পাঁচ জন- মাওলানা সাজেদুর রহমান- ব্রাহ্মণবাড়ীয়া, মাওলানা আব্দুল আউয়াল- নারায়ণগঞ্জ, মাওলানা লোকমান হাকীম- চট্টগ্রাম, মাওলানা আনোয়ারুল করীম- যশোর ও মাওলানা আইয়ুব বাবুনগরী। সহকারী মহাসচিব- মাওলানা জহুরুল ইসলাম মাখজান, মাওলানা ইউসুফ মাদানী সাহেবজাদা আল্লাহ শাহ আহমদ শফি। দাওয়া বিষয়ক সম্পাদক- মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী।সহকারী দাওয়া বিষয়ক সম্পাদক- মাওলানা ওমর ফারুক নোয়াখালী। সদস্য- মাওলানা মোবারক উল্লাহ বিবাড়ীয়া, মাওলানা ফয়জুল্লাহ পীর মাদানীনগর, মাওলানা ফোরকানুল্লাহ খলিল চট্টগ্রাম, মাওলানা মোস্তাক আহমদ খুলনা, মাওলানা রশিদ আহমদ কিশোরগঞ্জ, মাওলানা আনাস ভোলা, মাওলানা মাহমুদুল হাসান ফতেহপুরী ও মাওলানা মাহমুদ আলম পঞ্চগড়। সাংগঠনিক সম্পাদক- মাওলানা মীর ইদ্রিস- চট্টগ্রাম, মাওলানা মুফতি মোহাম্মদ আলী, সহ-অর্থসম্পাদক মুফতি হাবিবুর রহমান কাসেমী- নাজিরহাট, প্রচার সম্পাদক মাওলানা মহিউদ্দিন রব্বানী সাভার ও সহ-প্রচার সম্পাদক মাওলানা জামাল উদ্দিন কুড়িগ্রাম।

হেফাজতের নতুন কমিটি ‘সম্পূর্ণ অরাজনৈতিক কর্মকাণ্ডের’ সঙ্গে যুক্ত থাকবে বলে ঘোষণা দেন জিহাদী।হেফাজতের নতুন কমিটি ‘সম্পূর্ণ অরাজনৈতিক কর্মকাণ্ডের’ সঙ্গে যুক্ত থাকবে বলে ঘোষণা দেন জিহাদী। এদিকে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর নতুন কমিটি প্রত্যাখ্যান করেছেন আল্লামা আহমদ শফীর বড় ছেলে মাওলানা ইউসুফ মাদানী। ঘোষিত কমিটিতে তাকে যুগ্ম মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

 

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone