বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|মঙ্গলবার, মে ৭, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » ক্যাবল কার দুর্ঘটনায় ইতালিতে ১৪ জন নিহত

ক্যাবল কার দুর্ঘটনায় ইতালিতে ১৪ জন নিহত 

ইতালির উত্তরাঞ্চলে ক্যাবল কার দুর্ঘটনায় কমপক্ষে ১৪ জন প্রাণ হারালেন। তার ছিঁড়ে ৯৮৪ ফুট উঁচু থেকে ক্যাবল কারটি আছড়ে পড়ে। দুর্ঘটনাস্থল থেকে বিমানের মাধ্যমে গুরুতর আহত দুই শিশুকে তুরিনের হাসপাতালে নেয়া হয়। কিন্তু, চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করে ৯ বছরের একটি শিশু। চিকিৎসকরা অন্য শিশুটিকে বাঁচাতে অস্ত্রপচার করছেন। তারা দুজনই ইসরায়েলি নাগরিক। রিসোর্ট শহর স্ট্রেসায় হয় এ দুর্ঘটনা। ক্যাবল কারটি ম্যাগিওর হ্রদ থেকে আল্পস পবর্তমালায় ঘুরাতো পর্যটকদের।সম্প্রতি লকডাউন প্রত্যাহার এবং করোনা বিধিমালা শিথিল করা পুনরায় চালু হয়েছে পর্যটন কেন্দ্রগুলো। নিহতদের তালিকায় রয়েছে ৫ ইসরায়েলি নাগরিক।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone