বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শুক্রবার, মে ১৭, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » ১২ লাখ ডলারে আইনস্টাইনের হাতে লেখা চিঠি বিক্রি

১২ লাখ ডলারে আইনস্টাইনের হাতে লেখা চিঠি বিক্রি 

বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের হাতে লেখা একটি চিঠি ১২ লাখ ডলারের বেশি দামে বিক্রি হয়েছে।জার্মান ভাষায় লেখা এক পৃষ্ঠার এ চিঠিটিতে তারিখ দেওয়া আছে ২৬ অক্টোবর, ১৯৪৬। পদার্থ বিজ্ঞানের সুপরিচিত সমীকরণ E=mc2 এর উল্লেখ থাকা ওই চিঠিটি যুক্তরাষ্ট্রে এক নিলামে অজ্ঞাত এক নথি সংগ্রাহক কিনে নিয়েছেন। ১৯০৫ সালে এক বৈজ্ঞানিক নিবন্ধে আইনস্টাইনের লেখা এ সমীকরণটি প্রথম প্রকাশিত হয়। এই সমীকরণটি শক্তি ও ভরের পারস্পরিক পরিবর্তনশীলতা ব্যাখ্যা করে। বিশেষজ্ঞরা বলছেন, এর বাইরে আরও তিনটি নথিতে আইনস্টাইনের হাতে লেখা E=mc2 পাওয়া গেছে।বোস্টনভিত্তিক নিলামকারী প্রতিষ্ঠান আরআর অকশন জানিয়েছে, পোলিশ-আমেরিকান পদার্থবিদ লুদভিগ সিলভারস্টেইনকে লেখা চিঠিটিই এখন পর্যন্ত কারও ব্যক্তিগত সংগ্রহ থেকে পাওয়া একমাত্র নথি, যেখানে আইনস্টাইন নিজের হাতে সমীকরণটি লিখেছিলেন। খবর : বিবিসি।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone