বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শনিবার, মে ১৮, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » চীনের উদ্ভাবিত কোভিড–১৯ এর টিকা ভারতীয় ধরনের বিরুদ্ধে কার্যকর

চীনের উদ্ভাবিত কোভিড–১৯ এর টিকা ভারতীয় ধরনের বিরুদ্ধে কার্যকর 

চীনের উদ্ভাবিত করোনাভাইরাসের (কোভিড–১৯) টিকা ভারতীয় ধরনের বিরুদ্ধেও কার্যকর বলে জানিয়েছেন দেশটির নেতৃস্থানীয় একজন রোগনিয়ন্ত্রণ বিশেষজ্ঞ। চায়নিজ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) বিশেষজ্ঞ শাও ওয়াইমিং বৃহস্পতিবার বেইজিংয়ে বলেন, প্রাথমিক গবেষণায় দেখা গেছে, চীনে ব্যবহৃত করোনার টিকাগুলো এ ভাইরাসের সংক্রমণের বিরুদ্ধে ‘একটি নির্দিষ্ট মাত্রায়’ সুরক্ষা দিতে সক্ষম। তবে ভারতীয় ধরনের বিরুদ্ধে চীনের কোন কোন টিকা কার্যকর, সে ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি তিনি। শাও ওয়াইমিং বলেন, করোনার ভারতীয় ধরনের ওপর চীন বিশেষ নজর রাখছে। এ নিয়ে গবেষণা চলছে ও তথ্য–উপাত্ত সংগ্রহের কাজ চলছে। এই ভাইরাসের রূপান্তর ঘটতেই থাকবে। তাই নতুন নতুন চ্যালেঞ্জের উদ্ভব ঘটবে। তিনি দাবি করেন, করোনার নতুন ধরনগুলো বিদ্যমান টিকাগুলোকে অকার্যকর করে ফেললে তাঁর দেশ নতুন, কার্যকর টিকা তৈরি করতে সক্ষম হবে। শাও ওয়াইমিং আরও বলেন, করোনার রূপান্তরিত ধরন বিদ্যমান টিকাগুলোর সুরক্ষাব্যবস্থা টপকে যেতে সক্ষম হলে সে ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নেওয়ার সামর্থ্য চীনের আছে। কেননা, বর্তমানে চীনের টিকা উৎপাদন প্রক্রিয়া যথেষ্ট পরিপক্ব। রূপান্তরিত ধরনের বিরুদ্ধে কার্যকর নতুন টিকা উৎপাদন করতে এই প্রক্রিয়ায় তেমন পরিবর্তন আনতে হবে না। গত সপ্তাহে চীনের বিশেষজ্ঞরা বলেন, ভারতে প্রথমবারের মতো শনাক্ত হওয়া করোনার ধরনটিতে সংক্রমিত হওয়ার অন্তত ১৮টি ঘটনা চীনে ধরা পড়েছে। ভারতে করোনার সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করলেও গত সপ্তাহ পর্যন্ত টিকা আমদানির ব্যাপারে চীনা প্রতিষ্ঠানগুলোর শরণাপন্ন হয়নি দেশটি। গত শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় হিন্দুস্তান টাইমসকে এ তথ্য জানায়। চীনে করোনার সংক্রমণ রোধে পাঁচটি টিকা ব্যবহার করা হচ্ছে। এখন পর্যন্ত প্রায় ৪৫ কোটি ডোজ টিকা ব্যবহার করা হয়েছে বলে বৃহস্পতিবার দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে। চলতি মাসের শুরুর দিকে চীনের সিনোফার্ম কোভিড–১৯ টিকার জরুরি ব্যবহারের সবুজ সংকেত দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ফলে বিশ্বব্যাপী এই টিকা সরবরাহের বিষয়টি অনুমোদন পাচ্ছে। এর মধ্য দিয়ে এই প্রথম পশ্চিমা দেশের বাইরের কোনো দেশের উৎপাদিত করোনার টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমর্থন পেতে যাচ্ছে। যদিও চীন এরই মধ্যে তার দেশের কোটি কোটি মানুষকে স্থানীয়ভাবে উৎপাদিত টিকা দিয়ে ফেলেছে। দেশের বাইরেও এই টিকার সরবরাহ করেছে তারা। খবর : হিন্দুস্তান টাইমস।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone