বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শনিবার, মে ১৮, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » ভারতকে ১০০ মিলিয়ন ডলারের সহযোগিতা যুক্তরাষ্ট্রের

ভারতকে ১০০ মিলিয়ন ডলারের সহযোগিতা যুক্তরাষ্ট্রের 

ভারতে ভয়াবহ করোনা মোকাবিলায় ১০০ মিলিয়ন ডলারের বেশি মূল্যের সামগ্রী পাঠিয়েছে। হোয়াইট হাউস বলেছে, একটি সামরিক বিমান প্রথম ফ্লাইট বৃহস্পতিবার দিল্লী পৌঁছাচ্ছে, যুক্তরাষ্ট্রের মিত্র ভারতের সহায়তায় প্রেসিডেন্ট জো বাইডেনের অঙ্গীকার ঘোষণার পর এই সরবরাহ পাঠানো হলো। প্রথম চালানে ১৫মিনিটে কোভিড শনাক্ত করে এমন ৯ লাখ ৬০ হাজার র‌্যাপিড টেস্ট এবং সম্মুখ সারির স্বাস্থ্যকর্মীদের জন্য ১ লাখ এন ৯৫ মাস্ক পাঠানো হয়েছে।  হোয়াইট হাউস বলেছে, আসছে দিনগুলোতে সহযোগিতা নিয়ে যে সব ফ্লাইট আসবে এতে ১০০ মিলিয়ন ডলারের বেশী পণ্য থাকবে। এর মধ্যে রয়েছে ১০০০ অক্সিজেন সিলিন্ডার ১,৭০০ কনসেন্টেটেটর যা বাতাস থেকে অক্সিজেন শোষণ করে। হোয়াইট হাউস বলেছে, তারা ভারতে ২০ মিলিয়ন ডোজ ভ্যাকসিন উৎপাদন সামগ্রী পাঠিয়েছে। ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট এ কথা জানায়।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone