বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শনিবার, মে ১৮, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » মহারাষ্ট্রে ‘এক অ্যাম্বুলেন্সে করে ২২ মরদেহ নিয়ে যাওয়া হল শ্মশানে’

মহারাষ্ট্রে ‘এক অ্যাম্বুলেন্সে করে ২২ মরদেহ নিয়ে যাওয়া হল শ্মশানে’ 

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে টালমাটাল ভারত। গত কয়েকদিন দেশটিতে মৃত্যু ও শনাক্তের রেকর্ড হচ্ছে। হাসপাতালগুলোতে ঠাঁই হচ্ছে না করোনা রোগীদের।করোনাভাইরাসে মারা যাওয়া ২২ জনের মৃতদেহ একটি অ্যাম্বুলেন্সে বহন করার ঘটনায় হৈ চৈ পড়ে গেছে। এমন ঘটনা ঘটেছে ভারতের মহারাষ্ট্রের বীর জেলার আম্বাজোগাইয়ে। এভাবেই ঠেসে ঠেসে ওই মৃতদেহগুলো সৎকারের জন্য একটি শ্মশানে নিয়ে যাওয়া হয়। এমন ঘটনায় মানুষজন ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে। এরপরই এ ঘটনা খতিয়ে দেখতে আম্বাজোগাইয়ে একটি টিম পাঠিয়েছে বীর জেলা প্রশাসন। একজন প্রত্যক্ষদর্শী বলেন, পুলিশের সামনেই এমন ঘটনা ঘটেছে। এই দৃশ্য ভিডিও করছিলেন মৃতদের দুজনের আত্মীয়। কিন্তু পুলিশ তাদের মোবাইল ফোন কেড়ে নেয়। তবে শেষকৃত্য অনুষ্ঠিত হওয়ার পরই তাদের মোবাইল ফোন ফিরিয়ে দেয়া হয়। কর্মকর্তারা জানিয়েছেন, ওই মরদেহগুলো স্বামী রামানন্দ তীর্থ মারাথাদা সরকারি মেডিকেল কলেজের (এসআরটিএমজিএমসি) মর্গ থেকে নেয়া হয়। হাসপাতালের ডিন শিবাজি সুকরে বলেন, ‘সৎকার করতে মরদেহ নিয়ে যাওয়ার জন্য মাত্র দুটি অ্যাম্বুলেন্স রয়েছে। আমরা আরও অ্যাম্বুলেন্সের দাবি জানিয়েছি। কেউ মারা গেলে স্থানীয় প্রশাসনের হাতে মরদেহ তুলে দেয়া পর্যন্ত আমাদের দায়িত্ব। তারা কীভাবে শ্মশান বা কবরস্থানে নিয়ে যাবে, তা আমাদের নিয়ন্ত্রণে নেই।’

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone