বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শুক্রবার, মে ১৭, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » তিন শতাধিক রানে এগিয়ে তৃতীয় দিন শেষ করল টাইগাররা

তিন শতাধিক রানে এগিয়ে তৃতীয় দিন শেষ করল টাইগাররা 

182618taskin

নাটকীয় কিছু না ঘটলে পাল্লেকেলেতে প্রথম টেস্ট যে ড্র হতে যাচ্ছে এতে কোনো সন্দেহ নেই। আজ তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ২২৯ রান। তারা বাংলাদেশের চেয়ে এখনও ৩১২ রান পিছিয়ে আছে। ম্যাচের বাকি আরও দুই দিন। বাংলাদেশের জন্য একটা আশার ব্যাপার হলো, ব্যাটিং স্বর্গ পাল্লেকেলের উইকেটে আজ শেষ বেলায় কিছুটা হলেও স্পিন ধরেছে।

বাংলাদেশের ৫৪১ রানের পাল্টা জবাবে লঙ্কানদের শুরুটা দারুণ হয়েছে। তাদের ওপেনিং জুটির স্থায়িত্ব হয়েছে ৩৯ ওভার। দুই ওপেনার অধিনায়ক দিমুথ করুনারত্নে আর লাহিরু থিরিমান্নে গড়েছেন ১১৪ রানের জুটি। অবশেষে মেহেদি হাসান মিরাজের বলে থিরিমান্নে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন। রিভিউ নিয়েও কোনো লাভ হয়নি। প্যাভিলিয়নে ফেরার আগে তার সংগ্রহ ১২৫ বলে ৮ চারে ৫৮ রান। টাইগারদের দ্বিতীয় ব্রেক থ্রু এলো পেসারদের পক্ষ থেকে।

থিরিমান্নের বিদায়ের পর করুনারত্নের সঙ্গে ভালোই জমে গিয়েছিলেন ওসাদা ফার্নান্দো। ৪৩ বলে ২০ রান করা এই ব্যাটসম্যানকে লিটন দাসের দারুণ এক ক্যাচে পরিণত করেন তাসকিন আহমেদ। দলীয় ১৫৭ রানে লঙ্কানদের দ্বিতীয় উইকেটের পতন ঘটে। এরপর উইকেটে আসেন অ্যাঞ্জেলো ম্যথুজ। তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি। শেষ বিকেলে বাংলাদেশকে দারুণ এক ব্রেক থ্রু এনে দেন তাইজুল ইসলাম।

অভিজ্ঞ এই স্পিনারের বলে সরাসরি বোল্ড হয়ে যান তারকা ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথুজ (২৫)। নিঃসন্দেহে বাংলাদেশের জন্য এটা বড় উইকেট। ১৯০ রানে তৃতীয় উইকেট হারায় লঙ্কানরা। উইকেটে আসেন ধনাঞ্জয়া ডি সিলভা। অধিনায়ক করুনারত্নের সঙ্গে দিনের বাকি সময়টা তিনি নিরাপদে কাটিয়ে দেন। করুনারত্নে ২১১ বলে ৮ চারে ৮৫* এবং ধনাঞ্জয়া ৩০ বলে ৪ বাউন্ডারিতে ২৬* রানে অপরাজিত আছেন। ১টি করে উইকেট নিয়েছেন তাসকিন, মিরাজ এবং তাইজুল।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone