বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|রবিবার, মে ৫, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » ইরানের পারমাণবিক কেন্দ্রে নাশকতা: দায়ীকে শনাক্তের দাবি

ইরানের পারমাণবিক কেন্দ্রে নাশকতা: দায়ীকে শনাক্তের দাবি 

203133Cop_kalerkantho_pic_online2

ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে নাশকতার ঘটনায় এর মূল হোতাকে চিহ্নিত করতে সক্ষম হয়েছে দেশটির গোয়েন্দা মন্ত্রণালয়। ওই ব্যক্তির নাম রেজা কারিমি। শনিবার ওই ব্যক্তির ছবিও প্রকাশ করা হয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, এই নাশকতার অপরাধী রেজা করিমিকে … চিহ্নিত করেছে গোয়েন্দা মন্ত্রণালয়। রাষ্ট্রীয় টিভি বলছে, গত রবিবারের ওই বিস্ফোরণের আগে তিনি ইরান থেকে পালিয়ে যান। তবে আইনি পন্থায় তাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

এদিকে, গত রবিবার ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় গোলযোগ সৃষ্টির খবর আসে। এরপর জাতীয় পরমাণু সংস্থার প্রধান আলী আকবর সালেহি জানান, এটি ছিল নাশকতা এবং নাশকতার ক্লু পাওয়া গেছে। নাশকতার পেছনে ইহুদিবাদী ইসরায়েল রয়েছে বলে ইরানি কর্মকর্তারা সে সময় জানিয়েছেন।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone