বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শুক্রবার, মে ১৭, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » পাকিস্তানের ধর্মীয় রাজনৈতিক দল (টিএলপি) নিষিদ্ধ হচ্ছে

পাকিস্তানের ধর্মীয় রাজনৈতিক দল (টিএলপি) নিষিদ্ধ হচ্ছে 

পাকিস্তানে উগ্রপন্থি আচরণের দায়ে ধর্মীয় রাজনৈতিক দল তেহরিক-ই লাব্বাইক পাকিস্তানকে (টিএলপি) নিষিদ্ধ করতে যাচ্ছে দেশটির সরকার। টিএলপি প্রধান সাদ রিজভিকে গ্রেফতারের প্রতিবাদে তিন দিন ধরে পাকিস্তানের বিভিন্ন শহরে তাণ্ডব চালায় ধর্মীয় দলটির নেতাকর্মীরা। তারপর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্দোলনের নামে দুই পুলিশ সদস্যকে হত্যা, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা এবং জনসাধারণের জানমালের ক্ষতি করে দলটির নেতাকর্মীরা। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ এক সংবাদ সম্মেলনে জানান, টিএলপির সন্ত্রাসী হামলায় এ দিন দুজন পুলিশ নিহত এবং আইনশৃঙ্খলা বাহিনীর আরও ৩৪০ সদস্য গুরুতর আহত হয়েছেন। তিনি বলেন, দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির দায়ে আমরা এ ধর্মীয় দলটির নিষিদ্ধের আবেদন করেছি কেন্দ্রীয় মন্ত্রিসভায়। আশা করি মন্ত্রিসভায় এ প্রস্তাবটি পাস হবে। সরকারের পক্ষ থেকে বুধবার ফেডারেল মন্ত্রিসভায় দলটিকে নিষিদ্ধ করার প্রস্তাব উত্থাপন করা হয়েছে। খবর : আরব নিউজ।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone