বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শনিবার, মে ১৮, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » ভিজোসা ওসমানি কসোভোর নতুন প্রেসিডেন্ট

ভিজোসা ওসমানি কসোভোর নতুন প্রেসিডেন্ট 

4

কসোভোর সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ ভিজোসা ওসমানিকে আইন প্রণেতারা দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত করেছেন। নির্বাচিত হওয়ার পর ভিজোসা ওসমানি বলেন, রাষ্ট্রকে জোরদার এবং আইনের শাসন প্রতিষ্ঠায় আমি কাজ করে যাবো। আমি হবো সকলের প্রেসিডেন্ট। ভিজোসা আরও বলেন, কসোভো আজ এক নারী প্রেসিডেন্টকে নির্বাচিত করেছে। তরুণীরা যা চায় তা করার অধিকার তাদের রয়েছে। তিনি তাদের উদ্দেশ্যে বলেন, তোমাদের সকল স্বপ্নই বাস্তবে রূপ নেবে।

রোববার (৪ এপ্রিল) পার্লামেন্ট স্পিকার গ্লুয়াক কনজুফকা এক ঘোষণায় বলেন, ৩৮ বছর বয়সী আইনের অধ্যাপক ভিজোসা ৮২ ভোটের মধ্যে ৭১টি ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এদিকে ভিজোসাকে সমর্থন দিচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী আলবিন কার্তি। দেশের দূর্বল অর্থনীতিকে চাঙ্গা এবং দেশটির প্রায় ৫০ শতাংশ বেকারত্ব দূর করা উভয়ের জন্য এখন সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ। এছাড়া কোভিড-১৯ মোকাবেলা ও টিকা সংগ্রহ এবং ভেঙেপড়া স্বাস্থ্য ব্যবস্থা পুনরুদ্ধারও তাদের জন্যে অন্যতম চ্যালেঞ্জ।

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone