বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » করোনার কারণে আপাতত দুই ভেন্যুতে জাতীয় লিগ

করোনার কারণে আপাতত দুই ভেন্যুতে জাতীয় লিগ 

14234831

করোনা হামলে পড়েছে বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগে। তাই বাড়তি সতর্কতা হিসেবে আপাতত পরের পর্বগুলো বিকেএসপি এবং কক্সবাজারে অনুষ্ঠানের পরিকল্পনার কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা।

এবারের জাতীয় লিগের প্রথম রাউন্ডের খেলা হয়েছিল বিকেএসপি, কক্সবাজার, রংপুর ও খুলনায়। দ্বিতীয় রাউন্ডের খেলা চলছে খুলনা ছাড়া বাকি তিনটি ভেন্যুতে। তবে এরই মধ্যে বেশ কয়েকজন ক্রিকেটার করোনায় আক্রান্ত হওয়ায় ভেন্যু সংখ্যা কমিয়ে আনার পরিকল্পনার কথা জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক কর্মকর্তা, ‘ভিন্ন ধরনের উইকেটের সঙ্গে অভ্যস্ততা গড়ে তুলতে এবার সবগুলো দলকে কয়েকটি ভেন্যুতে খেলানোর পরিকল্পনা ছিল। কিন্তু করোনা ছড়িয়ে পড়ায় প্রথম স্তরের দলগুলোর খেলা বিকেএসপিতে আর দ্বিতীয় স্তরের ম্যাচ কক্সবাজারে আয়োজন করা হবে।’

করোনায় সবচেয়ে বেশি, পাঁচজন আক্রান্ত হয়েছেন সিলেট বিভাগীয় দলের। ‘ওদের সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে’, জানিয়েছেন বিসিবির ওই কর্মকর্তা। এ ছাড়া খুলনার কোচ ওয়াহিদুল গনি ও ট্রেনার আনোয়ার হোসেন কভিড-১৯ আক্রান্ত।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone