বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শনিবার, মে ১৮, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » নেতৃত্ব চেয়েছিলেন স্মিথ; ল্যাঙ্গার বললেন ‘শূন্যপদ নেই’!

নেতৃত্ব চেয়েছিলেন স্মিথ; ল্যাঙ্গার বললেন ‘শূন্যপদ নেই’! 

214429jus

বল টেম্পারিং কেলেঙ্কারি করে এক বছর নিষিদ্ধ ছিলেন সাবেক অজি অধিনায়ক স্টিভ স্মিথ। পরে আন্তর্জাতিক ক্রিকেটে দাপটের সঙ্গে ফিরলেও তার অধিনায়কত্বের ওপর ২ বছরের নিষেধাজ্ঞা ছিল। সম্প্রতি সেই নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর আবারও জাতীয় দলের অধিনায়ক হিসেবে ফিরতে চেয়েছিলেন স্টিভ স্মিথ। তবে অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার স্পষ্ট বলে দিয়েছেন, এখনই স্মিথের ইচ্ছা পূরণ হচ্ছে না!

স্মিথের জায়গায় অস্ট্রেলিয়া টেস্ট দলকে নেতৃত্ব দিচ্ছেন উইকেটকিপার-ব্যাটসম্যান টিম পেইন। আর রঙ্গিন পোশাকে অ্যারন ফিঞ্চ। স্মিথের ইচ্ছার বিষয়ে ল্যাঙ্গার বলেন, ‘ আমাদের দারুণ দুজন অধিনায়ক আছে। সামনে অ্যাশেজ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ। টেস্টে অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন এবং সাদা বলের ক্রিকেটে অধিনায়ক অ্যারন ফিঞ্চ খুবই ভালো করছে। তাই সংবাদমাধ্যম যতই বলুক, অধিনায়কের জন্য কোনো শূন্যপদ নেই।’

চলতি বছরের শেষ দিকে ঘরের মাঠে অ্যাশেজ খেলবে অস্ট্রেলিয়া। এর আগে ভারতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। গতকাল সোমবার এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান স্মিথ বলেছিলেন, ‘অস্ট্রেলিয়াকে আবার নেতৃত্ব দেওয়ার সুযোগ পেলে আমি রাজি। ক্রিকেট অস্ট্রেলিয়া যদি মনে করে এটা আমাকে দায়িত্ব দেওয়ার সেরা সময়, তবে আমার সমস্যা নেই। আমি আগ্রহী।’

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone