বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শনিবার, মে ১৮, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » আজ দোলপূর্ণিমা, করোনার কারণে হচ্ছে না আবির খেলা

আজ দোলপূর্ণিমা, করোনার কারণে হচ্ছে না আবির খেলা 

091324Untitled-1

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দোলপূর্ণিমা বা হোলি উৎসব আজ। বাংলাদেশে এই উৎসবটি ‘দোলযাত্রা’  নামে পরিচিত।

এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশে বিভিন্ন মন্দিরে পূজা, হোমযজ্ঞ, প্রসাদ বিতরণসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন থাকছে। তবে করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পঞ্জিকা মতে, পূর্ণিমা তিথি গতকাল শনিবার (২৭ মার্চ)  দিবাগত রাত ২টা ৫৭ মিনিটে শুরু হয়েছে, যা আজ রবিবার (২৮ মার্চ) রাত ১১টা ৪৮ মিনিটে শেষ হবে। তবে দোল উৎসব সকাল থেকে শুরু হয়েছে, চলবে সন্ধ্যা পর্যন্ত। হিন্দু ধর্মাবলম্বীরা পরস্পরকে আবির মাখিয়ে এ উৎসব উদযাপন করছে।

পুরান ঢাকার শাঁখারীবাজার, তাঁতীবাজার, বাংলাবাজার, লক্ষ্মীবাজারসহ নগরীর হিন্দু অধ্যুষিত এলাকাগুলোতে এই আয়োজন থাকে চোখে পড়ার মতো। প্রতিবছরের মতো এবারও ঢাকেশ্বরী জাতীয় মন্দির, ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনসহ সারা দেশে বিভিন্ন মন্দিরে এ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এদিকে করোনা পরিস্থিতির কারণে এবার আবির খেলা না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone