বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শনিবার, মে ১৮, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » সৌদি বাদশাহ ও যুবরাজের শুভেচ্ছা, রাষ্ট্রদূতের অভিনন্দনবার্তা

সৌদি বাদশাহ ও যুবরাজের শুভেচ্ছা, রাষ্ট্রদূতের অভিনন্দনবার্তা 

1426471616823193.saudi_

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশ ও এর জনগণকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বার্তায় তাঁরা রাষ্ট্রপতির সুস্বাস্থ্য কামনা করেন। পাশাপাশি বাংলাদেশের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেছেন।

সৌদি গেজেটের এক প্রতিবেদনে জানানো হয়েছে, সৌদি আরবের বাদশা ও যুবরাজ বাংলাদেশের স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন।

kalerkantho
ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসেফ আল-দুহাইলান

এদিকে, বাংলাদেশের মহান এ দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসেফ আল-দুহাইলান। সেই সাথে বাংলাদেশি মানুষকে অভিনন্দন জানিয়েছেন তিনি। বার্তায় তিনি বলেন, ‘মহান ও সৌভাগ্যবান এই উদ্‌যাপনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।’

সৌদি রাষ্ট্রদূত আরো বলেন, ‘এ বছর একই সঙ্গে দুটি উল্লেখযোগ্য অনুষ্ঠান উদ্‌যাপন করছে বাংলাদেশ, যা ইতিহাসে বিরল। এ উপলক্ষে অনেক শুভকামনা বাংলাদেশের জন্য। একই সঙ্গে আমি বাংলাদেশের স্বাধীনতা ও স্বাধীনতা অর্জনে আপসহীন সংগ্রাম ও ত্যাগের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা জানাই। সর্বশক্তিমান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন এই দোয়া করছি।’

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone