বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|সোমবার, মে ৬, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » আমানের মুক্তি দাবি খালেদার

আমানের মুক্তি দাবি খালেদার 

ai

কাজী আমিনুল হাসান, ঢাকা : বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানের জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

একই সঙ্গে তার নামে দায়ের করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির জোর দাবি জানিয়েছেন তিনি।

রোববার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির চেয়ারপারসন বলেন, বর্তমান ‘অবৈধ’ সরকার বিরোধী দলকে ধ্বংসের উদ্দেশ্যে ধারাবাহিকভাবে চক্রান্তের জাল বিস্তার করে যাচ্ছে। আমান উল্লাহ আমানের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানো সেই চক্রান্তেরই অংশ।

খালেদা জিয়া বলেন, ‘অবৈধ’ সরকার দেশ পরিচালনায় জনস্বার্থের প্রতি তাচ্ছিল্য প্রদর্শন করে গুম, খুন ও অপহরণের ওপর নির্ভর করার জন্যই সমাজে এখন ভয়ংকর নৈরাজ্য সৃষ্টি হয়েছে। আওয়ামী দুঃশাসনের ফলে মানুষের জানমালের নিরাপত্তা চরম হুমকির সম্মুখীন।’

তিনি বলেন, ‘জনদৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে বিরোধী দলের নেতা-কর্মীদের হেনস্তা করা হচ্ছে। শুধুমাত্র সন্ত্রাসনির্ভর রাজনীতি চর্চার কারণেই শাসক দল অবৈধভাবে ক্ষমতাসীন হওয়ার পর থেকে গোটা দেশকে এক ভয়াল নরকে পরিণত করেছে।’

খালেদা জিয়া বলেন, ‘ঐতিহ্যগত কারণেই গণতান্ত্রিক চেতনাবোধহীন আওয়ামী লীগ ফ্যাসিবাদের পথ ধরে এগোচ্ছে। বিরোধী দলবিহীন কেবলমাত্র নিজেদের কর্তৃত্বাধীন একটি রাষ্ট্র কায়েমের স্বপ্ন দেখছে। এ জন্য নিজেদের অপকর্ম আড়াল করতে নতুন নতুন কৌশলের অংশ হিসেবে বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে অবৈধ ক্ষমতার জোরে মিথ্যা মামলা দিয়ে কারাগারে অন্তরীণ রাখছে।’

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone