বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|সোমবার, মে ৬, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » আইপিএলের নতুন দুই দলের নিলামের ঘোষণা

আইপিএলের নতুন দুই দলের নিলামের ঘোষণা 

152156ipl

চলতি বছরের আইপিএলের দিনক্ষণ ঠিক হয়ে গেছে। দলও ঠিক হয়ে গেছে। এখন শুধু মাঠে নামার অপেক্ষা। তবে ২০২২ আইপিএলে খেলবে ১০ দল। আরও ২ দল বাড়তে চলেছে কোটিপতি লিগে। কোন ২ দল খেলবে? তা জানতে অপেক্ষা করতে হবে মে মাস পর্যন্ত। আগামী মে মাসে নতুন দুই দল বেছে নিতে নিলামের আয়োজন করতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

গতকাল শনিবার ভারতীয় বোর্ডের সভায় উপস্থিত ছিলেন সৌরভ গাঙ্গুলী, জয় শাহরা। তাদের উপস্থিতিতেই সিদ্ধান্ত নেওয়া হয়, মে মাসে নিলাম অনুষ্ঠিত হবে। ওই সময় আইপিএল ২০২১-এর শেষ পর্ব চলবে। বোর্ডের এক শীর্ষ কর্মকর্তা সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘পরের বছর থেকেই ১০ দলের আইপিএল। নিলাম এবং আনুসাঙ্গিক সব কাজ মে মাসের মধ্যেই শেষ করা হবে।’

পরের আইপিএলের আগে নতুন ২ দল যাতে যথেষ্ট সময় পায়, সেজন্য ভারতীয় বোর্ড মে মাসের মধ্যে সব কিছু ঠিক করে ফেলতে চায়। ১০ দলের আইপিএল আরও আকর্ষণীয় হবে বলেই মনে করছে বিসিসিআই। আরও বেশি সংখ্যক ক্রিকেটার নিজেদের মেলে ধরার সুযোগ পাবে। ৯ এপ্রিল থেকে শুরু হবে এ বারের আইপিএল। ফাইনাল হবে ৩০ মে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone