বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শনিবার, মে ১৮, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় পরবর্তী শুনানি ১৯ মার্চ

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় পরবর্তী শুনানি ১৯ মার্চ 

kha ai

প্রধান প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার শুনানি আবারো পিছিয়েছে। এ মামলা দুটির চার্জ গঠনের জন্য আগামী ১৯ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

রোববার ঢাকার বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. রেজাউল ইসলাম এ দিন ধার্য করেন।

আজ এ মামলা দুটির চার্জ শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়া অসুস্থতাজনিত কারণে আদালতে আসতে না পারায় সময়ের আবেদন করেন তার আইনজীবী এডভোকেট সানাউল্লা মিয়া ও মাসূদ আহমেদ তালুকদার।

অন্যদিকে আজ এ মামলার চার্জ গঠনের আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশারফ হোসেন কাজল।

পরে আদালত শুনানি শেষে এ মামলায় চার্জ গঠনের জন্য আগামী ১৯ মার্চ দিন ধার্য করেন।

উল্লেখ্য, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে ২০১১ সালের ৮ আগস্ট খালেদা জিয়াসহ চারজনের নামে তেজগাঁও থানায় মামলা দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক হারুনুর রশিদ।

অন্যদিকে, একই অভিযোগে জিয়া অরফানেজ ট্রাস্টের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় দুর্নীতির মামলা দায়ের করা হয়।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone