বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শনিবার, মে ১৮, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » তিউনিশিয়ায় নৌকাডুবিতে ৩৯ জনের মৃত্যু, জীবিত উদ্ধার ১৬৫ জন

তিউনিশিয়ায় নৌকাডুবিতে ৩৯ জনের মৃত্যু, জীবিত উদ্ধার ১৬৫ জন 

তিউনিশিয়ায় ভূমধ্যসাগর দিয়ে ইউরোপে প্রবেশের সময় উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৯ জনের মৃত্যু হয়েছে।  এছাড়া অন্তত ১৬৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মৃতরা সবাই আফ্রিকান নাগরিক। স্থানীয় সময় মঙ্গলবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে তুর্কি গণমাধ্যম আনাদুলো এজেন্সি। এক বিবৃতিতে তিউনিশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ভূমধ্যসাগর দিয়ে ইউরোপে প্রবেশের সময় অভিবাসীবাহী দুটি নৌকা তিউনিশিয়া উপকূলে ডুবে যায়। আরও অনেকে নিখোঁজ থাকতে পারে এমন তথ্যের ভিত্তিতে অভিযান অব্যাহত রেখেছে দেশটির কোস্টগার্ড। নিহতদের সবাই সাব-সাহারান আফ্রিকার মানুষ। আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দরিদ্র জনগোষ্ঠীর অনেকেই উন্নত জীবনের আশায় ইউরোপে পাড়ি জমাতে তিউনিশিয়ার ইসফ্যাক্স বন্দরনগরীকে ব্যবহার করে। ২০১৯ সালে অভিবাসন প্রত্যাশীরা ইউরোপে যাওয়ার সময় তিউনেশিয়ার উপকূলে নৌকাডুবে নিহত হন ৯০ জন আফ্রিকান। রয়টার্সের খবরে বলা হয়েছে, গত দুই মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশ করেছে প্রায় চার হাজার অভিবাসী। এর মধ্যে তিউনিশিয়া দিয়েই ঢুকেছে এক হাজার। তিউনিশিয়ার বন্দর শহর স্ফ্যাক্সের নিকটবর্তী উপকূলরেখা আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ দেশগুলো থেকে পালিয়ে ইউরোপে যাওয়ার অন্যতম রুটে পরিণত হয়েছে। উন্নত জীবনের আশায় এসব মানুষ ভয়ংকর সাগরপথ পাড়ি দেয়।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone