বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শনিবার, মে ১৮, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » ডাক’ মেরেই যাচ্ছেন কোহলি; সামনে রেকর্ড

ডাক’ মেরেই যাচ্ছেন কোহলি; সামনে রেকর্ড 

153244kohli

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে এ পর্যন্ত দুই বার শূন্য রানে আউট হয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। শুধু কোহলিই নন, আজ ভারতের প্রথম ইনিংস পর্যন্ত দুই দলের ব্যাটিং অর্ডারে শীর্ষ পাঁচ ব্যাটসম্যান ১৪টি ‘ডাক’ মেরেছে!  চলতি আহমেদাবাদ টেস্টে এখনো দুটি ইনিংস বাকি। এ দুই ইনিংসে আর চারটি ‘ডাক’ এর ঘটনা ঘটলেই নতুন এক রেকর্ড হয়ে যেতে পারে।

কী সেই রেকর্ড? ন্যূনতম চার টেস্টের সিরিজে দুই দলের প্রথম পাঁচ ব্যাটসম্যান মিলে সর্বোচ্চ সংখ্যকবার শূন্য রানে আউট হওয়ার সর্বশেষ নজির দেখা গেছে ৬৬ বছর আগে! ১৯০৪ অ্যাশেজে ভিক্টর ট্রাম্পার-ক্লেম হিলদের অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল পেলহাম ওয়ার্নার-টিপ ফস্টারদের ইংল্যান্ড। পাঁচ টেস্টের সেই সিরিজে ১৫ বার শূন্য রানে আউট হয়েছিলেন দুই দলের শীর্ষ পাঁচ ব্যাটসম্যান।

তবে এক নম্বরে আছে ১৭ ডাকের ঘটনা। ১৯৫৫ সালে ইংল্যান্ড সফরে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ৫ টেস্টের সিরিজে দুই দলের ব্যাটিং অর্ডারে প্রথম পাঁচ ব্যাটসম্যান মিলে মোট ১৭টি ডাক মেরেছিলেন। ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে অলআউট (২০৫) হয়েছে আগেই। ঋষভ পন্তের ঝড়ের পর ওয়াশিংটন সুন্দরের দৃঢ়তায় ভারত প্রথম ইনিংসে তুলেছে ৩৬৫ রান।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone