বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » আহমেদাবাদ টেস্টের পিচ কিউরেটরকে খুঁজছেন লায়ন

আহমেদাবাদ টেস্টের পিচ কিউরেটরকে খুঁজছেন লায়ন 

191751nathanm

বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম আহমেদাবাদে অনুষ্ঠিত ভারত-ইংল্যান্ডের মধ্যেকার সিরিজের তৃতীয় টেস্টের নিষ্পত্তি হতে ৮৪২ বল লেগেছিল। গত ৮৫ বছরের মধ্যে টেস্ট ইতিহাসে সবচেয়ে স্বল্পস্থায়ী ম্যাচ হিসেবে রেকর্ড বইয়ে নাম লেখায় বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামে প্রথমবারের মত হওয়া ম্যাচটি।

গত ২৫ ফেব্রুয়ারি আহমেদাবাদের টেস্ট শেষ হলেও, এ নিয়ে আলোচনা এখনও চলছে। সেই দলে এবার যোগ দিলেন অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লায়ন। তবে আহমেদাবাদের উইকেট নিয়ে সমালোচনা না করে তিনি ওই ম্যাচের কিউরেটরকে সিডনিতে চেয়েছেন। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমকে লায়ন বলেন, ‘আমি সারা রাত জেগে ছিলাম ম্যাচটা দেখার জন্য। দারুণ ম্যাচ ছিল। ওই উইকেটের প্রস্তুতকারককে সিডনিতে আনার কথা ভাবছি আমি।’

ম্যাচে পতন হওয়া ৩০টি উইকেটের মধ্যে ২৮টিই নিয়েছেন দুই দলের স্পিনাররা। ভারতের তিন স্পিনার বাঁ-হাতি অক্ষর প্যাটেল ১১টি, রবিচন্দ্রন অশ্বিন ৭টি ও ওয়াশিংটন সুন্দর ১টি উইকেট নেন। শততম টেস্ট খেলতে নামা ভারতের পেসার ইশান্ত নেন ১টি উইকেট। অপরদিকে, ইংল্যান্ডের অধিনায়ক রুট ৫টি, জ্যাক লিচ ৪টি ও আর্চার ১টি উইকেট নেন।

এই পরিসংখ্যানকে মনে করিয়ে দিয়ে লায়ন বলেন, ‘সবুজ পিচের সুবিধা নিয়ে পেসাররা কতবার যে, প্রতিপক্ষকে ৪৭, ৬০ বা ১শ রানের নিচে অল-আউট করেছে, সেটি খতিয়ে দেখলে বুঝা যাবে। কিন্তু তখন কোনও প্রশ্ন ওঠেনি। আর স্পিন পিচে বল ঘুরলে, খেলতে না পারলেই, কান্নাকাটি শুরু হয়ে যায়। তর্ক-বির্তক জমে যায়। এটি খুবই বেমানান তর্ক-বির্তক। আমি ওই উইকেটের কিউরেটরকে ধন্যবাদ দিতে চাই।’

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone