বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শুক্রবার, মে ৩, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » আন্দোলন বন্ধ করতেই উপজেলা নির্বাচন : আলতাফ

আন্দোলন বন্ধ করতেই উপজেলা নির্বাচন : আলতাফ 

altaf ai

এইদেশ এইসময়, ঢাকা : বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, ভোটারবিহীন সংসদ নির্বাচনের পর আন্দোলন বন্ধ করতে আজ্ঞাবহ নির্বাচন কমিশন স্থানীয় নির্বাচনের ঘোষণা দিয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

পটুয়াখালী জেলা বিএনপি’র সহ-সভাপতি শাহাদাত হোসেন মৃধার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, স্থানীয় নির্বাচন দলীয় না হওয়ায় আমরা এতে প্রার্থী দিচ্ছি।

আলতাফ হোসেন জানান, জেলা বিএনপি’র সহ-সভাপতি শাহাদাত হোসেন মৃধার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। শাহাদাতকে পটুয়াখালী সদর উপজেলার দলীয় প্রার্থী হিসেবে পরিচয় করে দেওয়া হয়।

উল্লেখ্য, ১৯ মার্চ ২০১৩ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটুয়াখালী সফরকালে জেলা বিএনপি’র পক্ষ থেকে হরতাল আহ্বান করা হয়। সংবাদপত্রে মৃধার বরাত দিয়ে জেলা বিএনপি’র ডাকা এ হরতাল প্রত্যাহার করা হয়েছে বলে জানানো হয়। ওই ঘটনায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। প্রকৃতপক্ষে মৃধার পক্ষ থেকে হরতাল প্রত্যাহারের নির্দেশনা ছিল না বলে পরে দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এম এ রব মিয়া, সহ-সভাপতি শাহাদাত হোসেন মৃধা, শাহ মো. নেসারুল হক, গোলাম মোস্তফা, মো. মনির হোসেন, মনিরুজ্জামান মনির, অধ্যাপিকা লায়লা ইয়াসমীন ও শাহাবুদ্দিন নান্নু প্রমুখ।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone