বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শুক্রবার, মে ১৭, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » বিনোদন » অবশেষে কৃষক আন্দোলন নিয়ে মুখ খুললেন সালমান

অবশেষে কৃষক আন্দোলন নিয়ে মুখ খুললেন সালমান 

150147_bangladesh_pratidin_salman-khan

ভারতে গত কয়েকমাস ধরে চলা কৃষিবিল বিরোধী আন্দোলন নতুন মোড় নিয়েছে সম্প্রতি। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানসহ প্রভাবশালী বিশ্ব তারকারাও এ নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছেন। যেমন মার্কিন পপস্টার রিহানা কৃকষদের সমর্থনে প্রতিবাদ জানানোর পরই, নাম না করেই তড়িঘড়ি ভারতের পররাষ্ট্র দফতর সেলিব্রিটিদের কোনও বিষয়ে মন্তব্যের ক্ষেত্রে লে দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেয়।

এই ইস্যুতে অক্ষয় কুমার, সুনীল শেট্টি, করণ জোহরদের পর অবশেষে মুখ খুললেন অভিনেতা সালমান খান। ভাইজানের মতে, ‘যা কিছু শ্রেয় সেটাই করা উচিত।’ এর আগে, জাস্টিন ট্রুডো, গ্রেটা থুনবার্গ, রিহানা ও মিয়া খলিফারা কৃষক আন্দোলনের পাশে দাঁড়ানোয় আন্তর্জাতিক মহলের সামনে অস্বস্তিতে পরে ভারত।

পরে এগুলোকে প্রোপাগান্ডা বলে সরব হন বলিউডের একাংশ। সালমান খানকে সম্প্রতি এ ইস্যু নিয়ে প্রশ্ন করলে, তিনি বলেন, ‘যা সঠিক সেটাই করা উচিত। সবচেয়ে বেশি যেটা সঠিক সেটা করা উচিত। সবচেয়ে মহান বিষয়টাই করা উচিত।’ অর্থাৎ কৃষক আন্দোলনের ইস্যুতে নিজের মতামত জানালেও কারো পক্ষে বা বিপক্ষে কিছু বলেননি তিনি।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone