বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|বৃহস্পতিবার, মে ২, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » বেলজিয়ামে ইরানি কূটনীতিককে ২০ বছরের কারাদণ্ড: তেহরানের তীব্র নিন্দা

বেলজিয়ামে ইরানি কূটনীতিককে ২০ বছরের কারাদণ্ড: তেহরানের তীব্র নিন্দা 

132038_bangladesh_pratidin_Iran22

বেলজিয়ামের একটি আদালত ইরানি কূটনীতিক আসাদুল্লাহ আসাদিকে ২০ বছরের যে কারাদণ্ড দিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই রায়কে সম্পূর্ণ বেআইনি উল্লেখ করে বলেছে, এ ঘটনায় বেলজিয়ামের ওপর ইরানের ইসলামি সরকার বিরোধী মোনাফেকিন গোষ্ঠীর প্রভাবের বিষয়টি প্রমাণিত হয়েছে।

বেলজিয়ামের অ্যান্টওয়ের্‌প শহরের একটি আদালত বৃহস্পতিবার এক রায়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে ২০১৮ সালে মোনাফেকিন গোষ্ঠীর সম্মেলনে বোমা হামলা চালানোর পরিকল্পনা করার অভিযোগে ওই ইরানি কূটনীতিককে ২০ বছরের কারাদণ্ড দেয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, আসাদিকে গ্রেফতার থেকে শুরু করে তাকে কারাদণ্ড দেওয়ার পুরো প্রক্রিয়া সম্পূর্ণ ‘অবৈধ’।

তিনি এ ঘটনাকে কূটনৈতিক সম্পর্ক বিষয়ক ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশন থেকে শুরু করে সব ‘আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন’ বলে অভিহিত করেন।

খাতিবজাদে বলেন, ইরান বেলজিয়ামের বিচার বিভাগের এই গোটা বিচার প্রক্রিয়া প্রত্যাখ্যান করছে। তিনি আরও বলেন, সন্ত্রাসী মোনাফেকিন গোষ্ঠী ব্যাপক প্রচারণা চালিয়ে ইউরোপীয় দেশগুলোতে যে পরিবেশ তৈরি করেছে তার প্রভাবে বেলজিয়ামের আদালত এ রায় দিয়েছে।

২০১৮ সালের জুন মাসে বেলজিয়ামের নিরাপত্তা বাহিনী বিস্ফোরকভর্তি একটি গাড়ি আটকের পর দাবি করে, ইরানি কূটনীতিক আসাদি এসব বিস্ফোরক বেলজিয়ামের দুই নাগরিকের হাতে তুলে দিয়েছেন। এর একদিন পর আসাদিকে জার্মানিতে আটক করা হয়। তার আইনজীবী দিমিত্রি ডি বেকো বলেছেন, আসাদির মামলাটি মোনাফেকিন গোষ্ঠীর পক্ষে একটি রাজনৈতিক মামলার রূপ নিয়েছে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone