বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|বৃহস্পতিবার, মে ২, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » দেশকে জঙ্গিবাদের লীলাক্ষেত্র হতে দেবো না : প্রধানমন্ত্রী

দেশকে জঙ্গিবাদের লীলাক্ষেত্র হতে দেবো না : প্রধানমন্ত্রী 

hasina ai

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গিবাদকে আমরা কঠোরহস্তে দমন করেছি। বাংলাদেশের মাটিকে কোনোভাবেই জঙ্গিবাদের লীলাক্ষেত্র হতে দেবো না।

বুধবার সকালে গাজীপুরের শফীপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৪ তম জাতীয় সমাবেশের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলা করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। আমরা প্রতিশ্রুতি অনুযায়ী দেশের জন্য কাজ করে যাবো।

শেখ হাসিনা বলেন, দেশে যাতে কোনোভাবেই জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে হবে। তাদের পাশাপাশি দেশের জনগণকেও সতর্ক থাকতে হবে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আপনারা সাহস নিয়ে নিজের দায়িত্ব পালন করবেন। জনগণের প্রতি ভালোবাসা পাবেন।

আগামী ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone