বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » ভারতের পানির সমস্যা মেটাতে জার্মান ফুটবলারের উদ্যোগ

ভারতের পানির সমস্যা মেটাতে জার্মান ফুটবলারের উদ্যোগ 

102037_bangladesh_pratidin_steinman

ভারতের সুপার লিগে (আইএসএল) খেলে ভক্তদের নজর কেড়েছেন এসসি ইস্টবেঙ্গল দলের অন্যতম ভরসা জার্মান ফুটবলার মাত্তি স্টেইনম্যান। ভারতে বিশুদ্ধ পানির সমস্যা মেটাতে অভিনব উদ্যোগ নিয়েছেন এই ফুটবলার।

ম্যাচ চলাকালে প্রতি কিলোমিটার দৌড়নোর জন্য ১০ ডলার করে দান করবেন তিনি। এ জন্য হামবুর্গের ‘ভাইভা কন অ্যাগুয়া’ নামের একটি এনজিওর সঙ্গে চুক্তি করেছেন। চালু করেছেন ‘মাত্তি রানস ফর ওয়াটার’ নামের একটি কর্মসূচিও।

জানা গেছে, বিশ্বের বিভিন্ন দেশে বৃষ্টির পানি থেকে খাবার পানি তৈরির একাধিক প্রকল্পের সঙ্গে যুক্ত ‘ভাইভা কন অ্যাগুয়া’ নামের সংস্থাটি। পানি নিয়ে ভারতেও একাধিক প্রকল্পে কাজ করছে তারা। এ কথা জানতে পেরেই এগিয়ে এসেছেন ২৬ বছর বয়সী স্টেইনম্যান।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone