বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শনিবার, মে ১৮, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » বাংলাদেশে অবস্থানরত চীনা ভিসা প্রাপ্তদের সাময়িক নিষেধাজ্ঞা

বাংলাদেশে অবস্থানরত চীনা ভিসা প্রাপ্তদের সাময়িক নিষেধাজ্ঞা 

160137_bangladesh_pratidin_Untitled-1

বাংলাদেশে অবস্থানরত চীনা ভিসা প্রাপ্তদের করোনাভাইরাসের কারণে চীনে প্রবেশের ব্যাপারে সাময়িক স্থগিতাদেশ দিয়েছে দেশটির সরকার।

বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

সেখানে বলা হয়েছে, বাংলাদেশে অবস্থানরত চীনা ভিসা প্রাপ্ত অথবা চীনে বসবাসের অনুমতি প্রাপ্ত ব্যক্তি কিন্তু চীনের নাগরিক নন তাদের দেশটিতে প্রবেশের ব্যাপারে সাময়িক নিষেধজ্ঞা আরোপ করা হলো। এখন থেকে চীনের বাংলাদেশ দূতাবাস এই ক্যাটাগরির কর্মীদের স্বাস্থ্য ঘোষণা পত্র আর সরবরাহ করবে না।

তবে, কূটনীতিকরা এবং দেশটির সি ভিসাধারীরা এই নোটিশের আওতাভুক্ত হবেন না। এছাড়াও জরুরি প্রয়োজনে চীন সফরকারী বিদেশী নাগরিকগণ চীনা দূতাবাসে ভিসার জন্য আবেদন করতে পারবেন।

নোটিশে আরও বলা হয়েছে, এই পদক্ষেপটি কোভিড-১৯ এর বর্তমান পরিস্থিতিতে গ্রহণ করা হয়েছে। আর এটা সাময়িক। পরবর্তীতে এই বিষয়টি নিয়ে যথাসময়ে আপডেট জানানো হবে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone