বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শুক্রবার, মে ৩, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » কানাডার আলবার্টার ক্যালগেরি সিটি নজরদারিতে

কানাডার আলবার্টার ক্যালগেরি সিটি নজরদারিতে 

170521_bangladesh_pratidin_20200613_193954

কানাডার আলবার্টার ক্যালগেরিতে কোভিড-১৯ পজিটিভ বৃদ্ধির কারণে ক্যালগারি শহর শুক্রবার নজরদারিতে রাখা হয়েছে।

শুক্রবার ক্যালগেরিতে ৬৮৬ টি পজিটিভ করোনা ভাইরাসের খবর পাওয়া গেছে। এর মধ্যে পুরো আলবার্টায় ৩৩২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উল্লেখ্য প্রদেশটি প্রতি এক লাখ লোকের মধ্যে ৫০ টির বেশি হলে অঞ্চলকে পর্যবেক্ষণে করে। যখন কোনও অঞ্চল নজরদারি করা হয়, তখন প্রদেশটি স্থানীয় সরকারের সাথে অতিরিক্ত স্বাস্থ্য ব্যবস্থা প্রবর্তনের সম্ভাবনা নিয়ে আলোচনা করে। অতিরিক্ত হারে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির কারণেই এই নজরদারি।

আলবার্টার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: দিনা হিনশা বলেন, ক্যালগরীতে সাম্প্রতিক একাধিক প্রাদুর্ভাব সামাজিক সমাবেশের সাথে সংযুক্ত রয়েছে তবে প্রদেশটি বর্তমানে শহরের জন্য অতিরিক্ত কোনও বিধিনিষেধের প্রস্তাব দিচ্ছে না।

উল্লেখ্য ,আলবার্টা প্রদেশের সরকার, স্বাস্থ্য বিশেষজ্ঞ ও নীতি নির্ধারকরা মুখে মাস্ক ও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সকলকে পরামর্শ দিয়েছেন। পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারেরও পরামর্শ দিয়েছেন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, কানাডায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯৪ হাজার ১০৬ জন, মৃত্যুবরণ করেছেন ৯ হাজার ৭ শত ২২ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৬৪৪ জন।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone