বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শুক্রবার, মে ৩, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » অবশেষে পদত্যাগ করলেন কিরগিজ প্রেসিডেন্ট

অবশেষে পদত্যাগ করলেন কিরগিজ প্রেসিডেন্ট 

163444_bangladesh_pratidin_kirgis

অবশেষে বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন কিরগজিস্তানের প্রেসিডেন্ট সুরনবাই জেনবেকোভ। নতুন প্রধানমন্ত্রীর ক্ষমতা গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যেই পদত্যাগ করলেন তিনি।

বৃহস্পতিবার পদত্যাগের ঘোষণা দেন সুরনবাই জেনবেকোভ। বিতর্কিত নির্বাচনের পর টানা ১০ দিন ধরে দেশটির মানুষ ও বিরোধী দল তার পদত্যাগ দাবি করে বিক্ষোভ করছিল।

দেশটির পার্লামেন্ট মনোনীত নতুন প্রধানমন্ত্রী সাদির জাপারভকে মেনে নিতে অস্বীকৃতি জানানোর একদিন পর তিনি ক্ষমতা ছাড়ার ঘোষণা দেন তিনি।

এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘আমার পদত্যাগের দাবিতে সাধারণ মানুষ আর আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সংঘর্ষ হোক সেটা আমি চাই না।’

চলতি মাসের শুরুতে (গত ৪ অক্টোবর) দেশটির সংসদ নির্বাচন হয়। এরপর নির্বাচনে ব্যাপক জালিয়াতির প্রতিবাদে ৫ অক্টোবর রাজধানী বিশকেকে শুরু হয় বিক্ষোভ। পরে তা দেশব্যাপী ছড়িয়ে পড়ে। সরকারবিরোধী বিক্ষোভকারীরা দেশটির পার্লামেন্ট ভবন ভাঙচুর ছাড়াও বিভিন্ন সরকারি ভবনে অগ্নিসংযোগ করেন।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone