বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » ক্ষমা চাইলেন ধর্ষণ মামলায় চার শিশুকে কারাগারে পাঠানো ম্যাজিস্ট্রেট

ক্ষমা চাইলেন ধর্ষণ মামলায় চার শিশুকে কারাগারে পাঠানো ম্যাজিস্ট্রেট 

144747_bangladesh_pratidin_high-court-bdp-1

বরিশালের বাকেরগঞ্জে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়া চার শিশুকে কারাগারে পাঠানোর নির্দেশদাতা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এনায়েত উল্লাহ হাইকোর্টে উপস্থিত হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়ে আবেদন করেছেন।

আদালত সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্র জানায়, আজ রবিবার সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এনায়েত উল্লাহ হাইকোর্টে উপস্থিত হন। এর আগে সশরীরে তাকেসহ চার শিশুর অভিভাবক ও বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আজ উপস্থিত থাকতে বলেছিলেন হাইকোর্ট। সে অনুযায়ী আজ তারা উপস্থিত হন।

হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত বেঞ্চে বিষয়টি শুনানির জন্য নির্ধারিত রয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone