বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|রবিবার, মে ১৯, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » ‘ইরানি সংসদে হামলায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল জড়িত ছিল’

‘ইরানি সংসদে হামলায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল জড়িত ছিল’ 

image-313833-1591625666

২০১৭ সালে ইরানের জাতীয় সংসদ ভবনে যে হামলা হয়েছিল তার সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরাইলের গুপ্তচর সংস্থা জড়িত ছিল বলে দাবি করেছেন দেশটির জাতীয় সংসদের নতুন স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ।

রোববার ইরানের জাতীয় সংসদের অধিবেশনে তিনি এসব কথা বলেন। খবর ইরনার।

বাকের কলিবফ বলেন, যদিও দৃশ্যত মনে হয়েছিল সেটি সন্ত্রাসী হামলা ছিল, কিন্তু এখন ইরানের গোয়েন্দা সংস্থার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে যুক্তরাষ্ট্র-ইসরাইল এবং আঞ্চলিক কয়েকটি দেশের গোয়েন্দা সংস্থা এর সঙ্গে জড়িত ছিল।

তিনি আরো বলেন, যদি এই বিশ্বাসঘাতকদের সুযোগ দেয়া হতো তাহলে তারা তেহরানের রাস্তায় রাস্তায় গণহত্যা চালাতো।

প্রসঙ্গত, ২০১৭ সালের ৭ জুন অজ্ঞাত বন্দুকধারীরা একই সঙ্গে ইরানের জাতীয় সংসদ ভবন এবং দেশটির প্রতিষ্ঠাতা মরহুম আয়াতুল্লাহ খোমেনির মাজারে হামলা চালায়।

এতে অন্তত ১৭ জন নিহত এবং ৫০ জন আহত হন। পরে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী ওই হামলার দায়িত্ব স্বীকার করে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone