বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|রবিবার, মে ১৯, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » সৌদি আরবে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সুস্থের রেকর্ড

সৌদি আরবে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সুস্থের রেকর্ড 

image-308532-1589834139

করোনার ছোবলে আক্রান্ত মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সুস্থের রেকর্ড হয়েছে।

এছাড়া এদিন আক্রান্তের চেয়ে সুস্থ হওয়ার সংখ্যা বেশি বলে জানিয়েছে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়।

সোমবার সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ২ হাজার ৫৯৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তবে এদিন এ প্রাণঘাতী ভাইরাস থেকে মুক্তি মিলেছে ৩ হাজার ২৬ জনের, যা সৌদিতে একদিনে সর্বোচ্চ সুস্থ হওয়ার রেকর্ড। মন্ত্রণালয় থেকে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৮জন করোনা রোগী। ফলে এ পর্যন্ত দেশটিতে ৩২০ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে।

একদিনে আক্রান্ত ২ হাজার ৫৯৩ জনের মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে রাজধানী রিয়াদে, ৬৪২ জন। দ্বিতীয় সর্বোচ্চ মক্কা মুকাররমায়, ৫১০ জন।

এছাড়া বন্দর নগরী জেদ্দায় ৩০৫ জন , মদিনা মুনাওয়ারায় ২৪৫ জন, দাম্মামে ১৭৪ জন, আল হুফুফে ১৪৭ জন ও আল খোবারে ১৩৩ জন নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে।

এদিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারসে দেয়া সর্বশেষ তথ্যানুযায়ী, সৌদিতে এ পর্যন্ত করোনায় মোট ৫৭ হাজার ৩৪৫ জন আক্রান্ত হয়েছে। মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৮ হাজার ৭৪৮ জন। হাসপাতালে ও হোম কেয়ারে চিকিৎসাধীন ২৮ হাজার ২৭৭ জন। এদের মধ্যে ২৩৭ জনের অবস্থা আশঙ্কাজনক।

এ পর্যন্ত মোট ৬ লাখ ১ হাজার ৯৫৪টি নমুনা পরীক্ষায় এসব তথ্য বেরিয়ে এসেছে।

আক্রান্ত ও মৃতের তালিকায় বাংলাদেশি প্রবাসী রয়েছে।

গত ১৬ মে পর্যন্ত দেশটিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার হিসাব অনুযায়ী, এ পর্যন্ত ৯২ প্রবাসী বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে।

জেদ্দা কনস্যুলেটের শ্রম কাউন্সেলর আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone