বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শুক্রবার, মে ৩, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » খালেদা জিয়া ১০ ট্রাক অস্ত্রের মূল হোতা : হাছান মাহমুদ

খালেদা জিয়া ১০ ট্রাক অস্ত্রের মূল হোতা : হাছান মাহমুদ 

hasan-newsnext-680x365

প্রধান প্রতিবেদক : ১০ ট্রাক অস্ত্রের মূল হোতা ও পরিকল্পনাকারী তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার নির্দেশেই ১০ ট্রাক অস্ত্র খালাস হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সাবেক বন ও পরিবেশমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুন বাগিচার বীরত্তোম খাজা নিজামুদ্দিন মিলনায়তনে ‘সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার স্মরণ সভা ও চলমান রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, আজ (বৃহস্পতিবার) ১০ ট্রাক অস্ত্র মামলায় যে রায় দেওয়া হবে তা পূর্ণাঙ্গ রায় নয়। এর সর্বোচ্চ মদদ দাতাদের বিচারের আওতায় না আনা পর্যন্ত রায়ের পূর্ণতা পাবেনা বলে আমি মনে করি এবং জনগণও এটা মেনে নেবেনা।

তিনি বলেন, বোমা হামলাকারী, মানুষ হত্যাকারীরা রাজনীতি থেকে বিদায় না নিলে দেশে শান্তি ফিরে আসবে না।

সাবেক বন ও পরিবেশমন্ত্রী বলেন, এসএএমএস কিবরিয়া শুধু একজন একনিষ্ঠ রাজনীতিবিদ ছিলেন না। তিনি একজন সফল অর্থমন্ত্রীও ছিলেন। এ কারণেই তৎকালীন শেখ হাসিনা সরকার সাফল্য অর্জন করেছিল।

আয়োজক সংগঠনের উপদেষ্টা নাজির মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি এডভোকেট আসাদুজ্জামান দুর্জয়, সাম্যবাদী দলের ঢাকা মহানগর সাধারণ সম্পাদক হারুন চৌধুরী, সংগঠনের সভাপতি হুমায়ুন কবির মিজি প্রমুখ।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone