বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শুক্রবার, মে ১৭, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » রায় ঘোষণা শুরু

রায় ঘোষণা শুরু 

index

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলার রায় দেওয়া শুরু হয়েছে। চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক ও মহানগর দায়রা জজ এস এম মুজিবুর রহমানের আদালতে এ মামলার রায় ঘোষণা করা হচ্ছে।

এর আগে বেলা সোয়া ১১টায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জামায়াতের আমীর ও সাবেক শিল্পমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীসহ আটক ১১ আসামিকে কঠোর নিরাপত্তায় আদালতে হাজির করা হয়।

মামলার অন্য আসামিরা হলেন, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আবদুর রহীম, পরিচালক উইং কমান্ডার (অব.) সাহাব উদ্দিন আহাম্মদ, উপ-পরিচালক মেজর (অব.) লিয়াকত হোসেন, এনএসআইয়ের মাঠ কর্মকর্তা আকবর হোসেন খান, সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মহসিন উদ্দিন তালুকদার, মহাব্যবস্থাপক (প্রশাসন) কে এম এনামুল হক, হাফিজুর রহমান ও দীন মোহাম্মদ।

এ রায়কে ঘিরে আদালত এলাকায় নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়েছে। বাড়ানো হয়েছে বিচারকের ব্যক্তিগত ও বাসস্থানের নিরাপত্তা। জোরদার করা হয়েছে আদালতের নিরাপত্তাও। রায়কে কেন্দ্র করে যেন কোনো স্বার্থান্বেষী মহল নাশকতা করতে না পারে সে ব্যবস্থা নিয়েছে প্রশাসন।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone