বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শনিবার, মে ১৮, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » বিনোদন » কোলকাতা বইমেলায় এক কোটি ২০ লাখ টাকার বাংলাদেশের বই বিক্রি

কোলকাতা বইমেলায় এক কোটি ২০ লাখ টাকার বাংলাদেশের বই বিক্রি 

1200px-Muktodhara_2010

সম্প্রতি শেষ হওয়া কোলকাতা আন্তর্জাতিক বইমেলায় এবার প্রায় এক কোটি ২০ লাখ টাকা মূল্যের বাংলাদেশের বই বিক্রি হয়েছে। মেলায় বাংলাদেশের প্যাভেলিয়নের স্টলগুলোতে এসব বই বিক্রি হয়।
কোলকাতা উপ-হাই কমিশনের প্রথম সচিব (বাণিজ্যিক) মো. শামসুল আর্ফি এই তথ্য জানিয়ে বলেন, ‘বাংলাদেশের স্টলে এবার সব মিলিয়ে প্রায় এক কোটি রুপী মূল্যের বই বিক্রি হয়েছে, যা বাংলাদেশী টাকায় প্রায় এক কোটি ২০ লাখ টাকা।’
তিনি বলেন, ‘বাংলাদেশের লেখকদের বই কোলকাতাসহ পশ্চিমবঙ্গের পাঠকের কাছে যে কতটা জনপ্রিয় তা বই বিক্রির পরিমান দেখেই বুঝা যায়। মেলা শেষ হওয়ার আগেই অনেক বই শেষ হয়ে যায় বলে জানান তিনি। বিশেষ করে ‘বঙ্গবন্ধু জাদুঘরের স্টলে বঙ্গবন্ধুর লেখা ‘কারাগারের রোজ নামচা’, ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’, ‘আমার দেখা নয়া চীন’, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা ‘শেখ মুজিব আমার পিতা’ বইগুলো বেশি বিক্রি হয়েছে।
এছাড়াও, কলকাতার বুদ্ধিজীবীদের দৃষ্টিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ইমদাদুল হক মিলনের ‘নেতা এক রাতে নিহত হলেন’, নিমর্লেন্দু গুণের ‘মহাজীবনের কাব্য’, ‘নতুন চর্যাপদ’, জীবনানন্দ দাশের কবিতাসমগ্র ও অধ্যাপক সিরাজুল সিরজুল ইসলাম চোধুরীর ‘সময় বহিয়া যায়’সহ আরও বেশ কিছু বই মেলা শেষ হওয়ার আগেই শেষ হয়ে যায়।
পাবলিশার্স এন্ড বুকসেলস গিল্ডের সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে কোলকাতা বইমেলা কর্তৃপক্ষের বরাত দিয়ে জানান, এবারের মেলায় ২৩ কোটি রুপিরও বেশী মূল্যের বই বিক্রি হয়েছে যা গত বছরের চেয়েও ১১ শতাংশ বেশী।
উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি ১২ দিন ব্যাপি কোলকাতা আর্ন্তজাতিক বই মেলা শুরু হয়,যা শেষ হয় ৯ ফেব্রুয়ারি।

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone