বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » শিল্প-সাহিত্য » জমে উঠেছে ফরিদপুরের ঐতিহ্যবাহী জসিম মেলা

জমে উঠেছে ফরিদপুরের ঐতিহ্যবাহী জসিম মেলা 

full_1435329254_1390912226

ইজাজ ফারুক মেহেদি : ২৫ শে জানুয়ারী থেকে শুরু হয়েছে ফরিদপুরের পল্লি কবি জসিমউদ্দীনের ১১১ তম জন্মোৎসব উপলক্ষে পক্ষকালব্যাপী ফরিদপুরের ঐতিহ্যবাহী জসিম মেলা।

এই মেলা উপলক্ষে ইতিমধ্যই দেশ বিদেশ থেকে দর্শনার্থীদের আসা শুরু হয়েছে। উল্লেখ্য পল্লি কবি জসিমউদ্দীনের নিজস্ব বাড়ী অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে ১৯৯১ সাল থেকে আনসার মনজ্জিলের পাশে কুমার নদীর তীরে শুরু হয়েছে এই জাকজমকপূর্ন ঐতিহ্যবাহী জসিম মেলা।

এই মেলাকে ঘিরে প্রতিটি দিন মঞ্চে নাচ, গান-বাজনা, নাটক সহ বিভিন্ন প্রকারের সাংকৃতিক অনুষ্ঠান বিকাল হতে শুরু হচ্ছে যা মেলায় আগত দর্শনাথীদের বিনোদন দিচ্ছে। এ ছাড়া সার্কাস, যাদু, পিস্তল খেলা, পুতুল নাচ, মৃত্যুকুপ, কাঠের খাট, সোফাসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের পসরা সাজিয়ে বসেছে বিক্রেতারা যা মেলায় আগত দর্শনার্থীদের পুরোটা সময় মূগ্ধ করে রাখছে।

মেলায় আগত এক দর্শনার্থী জানালেন অনেক দিন পর ঘর থেকে পরিবার পরিজন নিয়ে বের হলাম কারন আগের মতো কোন অনুষ্ঠান হয় না ফরিদপুরে যে বের হবো তবে প্রতি বছর এই দিনটা আমরা খুব এনজয় করি।

আরেক দর্শনার্থী জানালেন এখানকার সবচাইতে ভালো লাগে রাত্রে টাওয়ারে যে আলো জকমক করে জ্বলে এবং এর পাশের লাইটিং যা পরিবেশকে আলোময় করে তুলে। তবে এবার মেলায় আগত দর্শনাথীদের মধ্য তরুন তরুনীর ভীড় বেশী লক্ষ্য করা যাচ্ছে বলে জানালেন তিনি।

প্রতি বারের মত ফরিদপুরের জেলা প্রশাসন ও জসিম ফাউন্ডেশন মেলাকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ সর্তকতা ও নিরাপত্তা বলয় যা মেলাকে আরো গতিময় করে তুলছে বলে জানালেন মেলার দায়িত্বপ্রাপ্ত পুলিশের উপ পরিদর্শক মিরাজুল ইসলা

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone