বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » ভারতীয় ক্রিকেট বোর্ডকে চাপ দেয়ার ক্ষমতা আইসিসির নেই : ওয়াসিম আকরাম

ভারতীয় ক্রিকেট বোর্ডকে চাপ দেয়ার ক্ষমতা আইসিসির নেই : ওয়াসিম আকরাম 

2017-11-11_5_698600

পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামের বিশ্বাস পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) রাজি করানোর ক্ষমতা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নেই।
কিংবদন্তী এ ফাস্ট বোলারের উদ্ধৃতি দিয়ে জিও টিভি জানায়, ‘আমি মনে করিনা বিসিসিআইকে রাজি করানোর কোন ক্ষমতা আইসিসির আছে। তবে আমি সব সময়ই বলে আসছি মানুষে মানুষে যোগাযোগ অত্যন্ত অপরিহার্য্য। রাজনীতি ও খেলাধুলা এক করা উচিত নয়।’
ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যকার কোন এ্যাশেজ সিরিজের চেয়েও ভারত-পাকিস্তান ম্যাচ বড় বলেও উল্লেখ করেন আকরাম।
তিনি বলেন, ‘এ্যাশেজের চেয়ে ভারত-পাকিস্তানের মধ্যকার একটি ম্যাচ দেখা অনেক বেশি উপভোগ্য। এ্যাশেজ সিরিজ দেখে ২০ মিলিয়ন মানুষ। পক্ষান্তরে ভারত-পাকিস্তান ম্যাচ দেখে এক বিলিয়ন মানুষ।’
আইসিসি প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন গত সেপ্টম্বর মাসে স্পষ্ট করে বলেছেন, পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক ম্যাচ খেলতে খেলাটির বিশ^ নির্বাহী সংস্থা ভারতকে চাপ দিতে পারেনা। পাকিস্তানের চেয়ে ভারতীয় ক্রিকেটকে আইসিসি বেশি গুরুত্ব দেয়- এমন ধারণাও ভুল বলে জানান রিচার্ডসন।
তিনি বলেন, ‘ভারত যদি পাকিস্তানের বিপক্ষে খেলতে প্রস্তুত না থাকে, আমরা তাদেরকে এমন কিছু করতে চাপ দিতে পারিনা।’
রিচার্ডসন বলেন, আইসিসি অবশ্যই প্রতিটি সদস্য রাষ্ট্রের মধ্যে সুসম্পর্ক চায়। তারা একে-অপরের বিপক্ষে আইনগত ব্যবস্থা নেয়া থেকে সদস্যদের নিরুৎসাহিত করে।
তিনি বলেন, ‘আপনাদের বুঝতে হবে দ্বিপাক্ষিক সিরিজ সব সময়ই অনুষ্ঠিত হয় দ্ইু ক্রিকেট বোর্ডের চুক্তির ভিত্তিতে।’
২০০৮ সালের পর থেকে পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বার বার স্বীকৃতি জানিয়ে আসছে ভারত। ২০১৪ সালে ভারত-পাকিস্তান বোর্ডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। কিন্তু সে চুক্তির প্রতি সম্মান না দেখানোয় বিসিসিআইর বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা করার হুমকি দিচ্ছে পিসিবি।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone