বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|বৃহস্পতিবার, মে ২, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » হজ্ব পালন শেষে দলে দলে হাজীগণ ফিরছেন মাতৃভূমীতে

হজ্ব পালন শেষে দলে দলে হাজীগণ ফিরছেন মাতৃভূমীতে 

pia-brings-back-over-34-000-hajis-by-72-flights-1414107020-9894

সরকারি ব্যবস্থাপনার মাধ্যমে আগত ৯ম ফ্লাইটের সম্মানিত হাজী সাহেবগণ মদিনা পর্ব শেষ করে আগামী কাল ২৪ সেপ্টেম্বর ২০১৭ ইং তারিখে জেদাস্থ কিং আব্দুল আজিজ বিমানবন্দর হয়ে বিজি-৪০৫৬ ফ্লাইট যোগে বাংলাদেশের উদ্দেশ্যে সৌদি আরব ত্যাগ করবেন।

সর্বশেষ অবস্থা ২২ সেপ্টেম্বর, ২০১৭ পর্যন্ত (প্রাথমিক তথ্যমতে):

  • সর্বমোট দেশে প্রত্যাবর্তনকারী হাজী ৬৬,৮০৭ জন;
  • সর্বমোট ফিরতি ফ্লাইট সংখ্যা ১৯৪ টি । বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৯২ টি; সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১০২ টি;
  • বাংলাদেশ বিমান ও সৌদিয়া যোগে আগত হজযাত্রী ১২৭,২২৯ জন (ব্যবস্থাপনা সদস্য সহ);
  • আগত ফ্লাইট সংখ্যা ৩৭০ টি । বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১৯১ টি; সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১৭৯ টি;
  • সর্বমোট ইস্যুকৃত ভিসার সংখ্যাঃ ১২৭,৫৯৬ টি (ব্যবস্থাপনা ভিসাসহ);
  • স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক অনলাইনে মেডিক্যাল প্রোফাইল এন্ট্রি করা হয়েছে ৫৭,৬০৭ জন হজযাত্রীর;
  • সৌদি আরবের আইটি হেল্পডেস্ক হইতে আদিল্লা অফিসের জন্য প্রদানকৃত সেবা সংখ্যাঃ ৭৮,৩৭৩ টি;
  • সৌদি আরবের আইটি হেল্পডেস্ক হইতে প্রদানকৃত অন্যান্য সেবা সংখ্যাঃ ৬১,৬৬৭ টি;
  • আইটি হেল্পডেস্ক, মিনা ও আরাফা হইতে প্রদত্ত সেবা সংখ্যাঃ ৫,৫৪৮ টি;
  • সৌদি আরবের চিকিৎসা কেন্দ্র হইতে প্রদত্ত স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র সংখ্যাঃ ৬৫,৪৮৫ টি;
  • সৌদি আরবের চিকিৎসা কেন্দ্র হইতে প্রদত্ত চিকিৎসা সেবা সংখ্যা ৯১,৯৬৯ টি;
  • সৌদি আরবে সর্বমোট ইন্তেকাল করেছেন ১৩৯ জন হজযাত্রী/হাজী; পুরুষ-১০৯, মহিলা-৩০; মক্কা-১০২, মদিনা-১৭,জেদ্দা-০৪, মিনা ১৬;
  • হজ-২০১৭ সনে হজ সম্পন্ন করে ঢাকায় আগমনকারী হাজীদের হারানো লাগেজের তথ্য:
    • বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আজ পর্যন্ত ফেরতযোগ্য কোন হারানো লাগেজ নেই।
    • সৌদি এয়ারলাইন্সের আজ পর্যন্ত ১৬ টি হারানো লাগেজ ফেরত প্রদানের অপেক্ষায় আছে।

একনজরে হজ ২০১৭ এর কার্যক্রম:

  • ২০১৭ সনের পবিত্র হজ অনুষ্ঠিত হয় ৩১ আগস্ট, ২০১৭।
  • ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ৬৩৫ টি।
  • সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা ১২৭,১৯৮ জন।
  • হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ০৬ সেপ্টেম্বর, ২০১৭।
  • হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট ০৫ অক্টোবর, ২০১৭।

সর্বশেষ মৃত্যু:

আজ ২৩/০৯/২০১৭ ইং তারিখ নোয়াখালী জেলার মোঃ এছহাক মোল্লা (৬২) পবিত্র মদিনা আল-মুনাওয়ারায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর পাসপোর্ট নম্বরঃ বি এম ০৯৭৩২৮৩।

তথ্যসূত্র: এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone