বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|বুধবার, মে ৮, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » ডুবোজাহাজ থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি উ. কোরিয়ার

ডুবোজাহাজ থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি উ. কোরিয়ার 

2017-08-24_3_198345

উত্তর কোরিয়া বর্তমানে ডুবোজাহাজ থেকে উৎক্ষেপণযোগ্য নতুন ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র (এসএলবিএম) তৈরি করছে। জাপানের এনএইচকে টেলিভিশন চ্যানেল এ খবর প্রচার করে।
খবর তাসের।
উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের দেশটির রিসার্স ইনস্টিটিউট অব কেমিক্যাল ম্যাটেরিয়াল অ্যাট দি ন্যাশনাল একাডেমি অব মিলিটারি সায়েন্স পরিদর্শনকালে তোলা বিভিন্ন ছবি থেকে টিভি চ্যানেলটি এমন ধারণা করছে। আর এসব ছবি উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ প্রকাশ করে।
স্থানটি পরিদর্শনকালে কিম জং-উন যে অস্ত্রের পাশে দাঁড়িয়ে ছিলেন সেটিতে বড় অক্ষরে লেখা রয়েছে পুকুকসং-৩ (পোলারিস)। এটি উত্তর কোরিয়ার ডুবোজাহাজ থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের নাম। উল্লেখ্য, উত্তর কোরিয়া ইতোমধ্যে পুকুকসং-১ ও পুকুকসং-২ ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।
এদিকে সোমবার দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র তাদের যৌথ বার্ষিক সামরিক মহড়া শুরু করায় কোরীয় অঞ্চলে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি আরো তীব্র হয়েছে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone