বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|রবিবার, মে ১৯, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » ইকবাল মাহমুদ টুকুর খালাসের রায় বাতিল

ইকবাল মাহমুদ টুকুর খালাসের রায় বাতিল 

Iqbal-H-Mahmud-Tuku

এইদেশ এইসময়, ঢাকা : দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর খালাস আদেশ বাতিল করে ফের শুনানির নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

সোমবার প্রধান বিচারতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ৫ সদস্যের বেঞ্চ হাইকোর্টের রায় বাতিল করে আবারো শুনানির নির্দেশ দেন।

২০১১ সালের ১৬ জুন অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থেকে অব্যহতি দিয়ে ইকবাল হাসান মাহমুদকে খালাস দেয় হাইকোর্ট। পরে আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করে দুদক। সোমবার ওই আবেদনের নিষ্পত্তি করে রায় বাতিল করে পুনরায় হাইকোর্টে এ মামলার শুনানির জন্য আদেশ দেয় আপিল বিভাগ।

২০০৭ সালের ২১ মার্চ দুই কোটি ৫৭ লাখ ১৪ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে রাজধানীর মোহাম্মদপুর থানায় সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। ওই বছরের ১৫ নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত তাকে ৯ বছরের সাজা দেন। পরে এ সাজার বিরুদ্ধে আপিল করলে ২০১১ সালের ১৬ জুন তাকে খালাস দেন হাইকোর্টে।

দুদকের পক্ষে আদালতে শুনানি করেন এডভোকেট খুরশীদ আলম খান। ইকবাল হাসান মাহমুদের পক্ষে ছিলেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি ।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone