বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শনিবার, মে ৪, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » বীরাঙ্গনাদের স্বীকৃতি চেয়ে রুল জারি হাইকোর্ট

বীরাঙ্গনাদের স্বীকৃতি চেয়ে রুল জারি হাইকোর্ট 

birangona-0120140127132731

আদালত প্রতিবেদক : বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা হিসেবে কেন রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে মুক্তিযুদ্ধে অবদান রাখায় রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত অবহেলিত বীরাঙ্গনাদের তালিকা আগামী ২৬ মার্চের আগে কেন প্রকাশ করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে।

সোমবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি হাবিবুল গণির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রুলে বীরাঙ্গনাদের বিষয়ে ৪২ বছর পরও সরকারের নীরবতাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

এর আগে বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন মহিলা আইনজীবী সমিতি এবং সিরাজগঞ্জের সালেহা ইসহাক বালিকা বিদ্যালয় এবং স্টুডেন্ট অ্যাসোসিয়েশন।

আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ফাওজিয়া করিম ফিরোজ।

আইনজীবী ফাওজিয়া বলেন, মুক্তিযুদ্ধকালে বীরাঙ্গনারা দেশের স্বাধীনতায় যে অবদান রেখেছেন, তাতে তাদেরও মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়া উচিত।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone