বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|মঙ্গলবার, মে ৭, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা 

Saver-020140127120458

নিজস্ব প্রতিবেদক : দশম জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ বলেছেন, বিএনপি নিজেদের ভুলের কারণে পার্লামেন্টে আসতে পারেনি। তারা যে ভুল করেছে পরবর্তীতে নিজেরাই এর প্রমাণ দিয়েছে বলে দাবি করেন তিনি।

আজ সোমবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

চিফ হুইপ বলেন, বিএনপি নিজেদের ভুল সংশোধনে উপজেলা নির্বাচনে আসতে উদগ্রীব।

বর্তমানে সংসদে শক্তিশালী বিরোধী দল নেই এমন অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, সংসদ অধিবেশন শুরু হলে সেটি পরিষ্কার হবে। ধ্বংসাত্মক বিরোধী দলের চেয়ে গঠনমূলক বিরোধী দল দেশ ও জনগণ বেশী পছন্দ করে।

সরকারে থেকেও জাতীয় পার্টি বিরোধী দলের ভূমিকা পালন করতে পারবেন জানিয়ে হুইপ বলেন, জাতীয় পার্টির মন্ত্রীরা তাদের নিজস্ব দায়িত্ব পালনের সঙ্গে সঙ্গে সরকারের সমালোচনা করে সংসদে তাদের বক্তব্য উত্থাপন করলে সরকার তা আমলে নিয়ে নিজেকে সংশোধন করে নিতে পারবে। এজন্য বিরোধী দলের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।

এর আগে সকাল ১০ টা ৪০ মিনিটে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ। এসময় হুইপ আতিউর রহমান আতিক, মো. সাহাবুদ্দিন আহমেদ, সোলায়মান হক জোয়ারদার (ছেলুন), শহীদুজ্জামান সরকার ও ইকবালুর রহিম উপস্থিত ছিলেন।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone