বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|রবিবার, মে ১৯, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » নারী অধিকার বাস্তবায়নে বাল্য বিবাহ প্রধানতম অন্তরায় : চুমকি

নারী অধিকার বাস্তবায়নে বাল্য বিবাহ প্রধানতম অন্তরায় : চুমকি 

2017-03-09_6_63986

ঢাকা, ৯ মার্চ, ২০১৭ : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, নারী অধিকার বাস্তবায়নে বাল্য বিবাহ প্রধানতম অন্তরায়। দেশকে বাল্য বিবাহ মুক্ত করতে সরকার নানামুখী কর্মসূচি গ্রহণ করেছে।
প্রতিমন্ত্রী আজ সকালে আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে জাতীয় কন্যা শিশু এডভোকেসি ফোরাম আয়োজিত এক র‌্যালিতে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। র‌্যালিটি শাহবাগ জাতীয় জাদুঘর থেকে শুরু হয়ে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট এসে শেষ হয়।
তিনি বলেন, ইতোমধ্যে সরকার বাল্য বিবাহ নিরোধ আইন সংসদে পাশ করেছে। এ আইনের মাধ্যমে বাল্য বিবাহে জড়িত ছেলে-মেয়ে, পিতা-মাতা এবং বিবাহ রেজিস্ট্রারদের শাস্তির বিধান রাখা হয়েছে।
বয়স প্রমানের জন্য জন্ম নিবন্ধন বাধ্যতামুলক ও জন্ম নিবন্ধনের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহন করা হবে না বলেও উল্লেখ করেন চুমকি।
প্রতিমন্ত্রী বলেন,নারীর ক্ষমতায়ন নিশ্চিত করাতে বর্তমান সরকার বদ্ধপরিকর। এরই ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে নারীর শিক্ষা বিস্তারে মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষা এবং উপবৃত্তির ব্যবস্থা ও করা হয়েছে।
পাশাপাশি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় প্রায় ২ কোটি নারীকে ১৮টি ট্রেডে বিনা খরচে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। তাছাড়া বাল্য বিবাহ, যৌতুক, প্রজনন স্বাস্থ্য, সম-অধিকার সহ সচেতনতা জন্য বিভিন্ন ইস্যুতে দেশের প্রতিটি ইউনিয়নে কিশোর-কিশোরী ক্লাব স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।
র‌্যালিতে আরও উপস্থিত ছিলেন জাতীয় কন্যা শিশু এডভোকেসি ফোরামের আহবায়ক এবং সুজনের সভাপতি ড. বদিউল আলম মজুমদার, জাতীয় কন্যা শিশু এডভোকেসি ফোরামের সেক্রেটারি নাসিমা আক্তার জলি প্রমুখ।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone