বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শুক্রবার, মে ৩, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » বিনোদন » চলচ্চিত্রে নতুনভাবে ফিরলেন মৌসুমী

চলচ্চিত্রে নতুনভাবে ফিরলেন মৌসুমী 

mousumi ai

বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো এক ছবিতে অভিনয় করছেন দুই দশকের চিত্রনায়িকা মৌসুমী, সময়ের দর্শক পছন্দের গ্রহণযোগ্য নায়ক আরেফিন শুভ ও লাক্স সুন্দরী বিদ্যা সিনহা সাহা মীম। আর দীর্ঘদিন পর আবার নতুনভাবে দেখা যাবে মৌসুমীকে।

গতকাল রোববার থেকে এই তিনজন একসঙ্গে ‘তারকাঁটা’ ছবির শুটিং শুরু করেছেন। ছবিটি পরিচালনা করেছেন ‘প্রজাপতি’ ও ‘ছায়া-ছবি’র আলোচিত নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। ‘তারকাঁটা’র কাহিনী, সংলাপ, চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই।

ছবির গল্প গড়ে উঠেছে মৌসুমী ও শুভ দুই ভাই-বোনকে নিয়ে। সেই সঙ্গে শুভ ও মীমের প্রেমের সম্পর্ক ছবিতে বেশ জোরালোভাবে উপস্থাপন করা হচ্ছে।

গতকাল ঢাকার একটি স্টুডিওতে গানের শুটিংয়ের মধ্য দিয়ে ছবির দৃশ্য ধারণ শুরু হয়েছে। দৃশ্যধারণ করেছেন খায়ের খন্দকার। গানের কোরিওগ্রাফি করেছেন নৃত্য পরিচালক হাবিব। সেই সঙ্গে অনলাইন সম্পাদনা করেছেন ফরহাদ আহমেদ। আরফিন রুমির সংগীত পরিচালনায় গানের দৃশ্য ধারণের মধ্যে শুটিংয়ে অংশ নেওয়া প্রসঙ্গে মৌসুমী মিডিয়াকে বলেন, রাজ পরিচালিত প্রথম ছবি ‘প্রজাপতি’তে অভিনয় করেছি। ও আমার খুব কাছের ছোট ভাই। তার পরিচালনায় কাজ করতে গিয়ে সব সময় তৃপ্তি পাই।

আর সে ভাবনাতেই ওর অনুরোধে এবারের ছবিতে অভিনয় করছি। তবে মন থেকে যদি বলি, ‘তারকাঁটা’র গল্পটি ও বেশ ভালই সাজিয়েছে। সেই সঙ্গে গানগুলোতে নিজের উপস্থাপন বেশ অনুভব করছি। আরেফিন শুভ বলেন, রাজের পরিচালনায় ‘ছায়া-ছবি’তে অভিনয় দিয়েই চলচ্চিত্রে আমার পদচারণা। অর্থাৎ চলচ্চিত্রে অভিনয় নিয়ে যখন আমি হতাশ হতে থাকি, ঠিক তখনই পরিচালক রাজ আমাকে নিয়ে ছবি নির্মাণের প্রস্তাব দেন। এরপর ‘ছায়া-ছবি’তে পূর্ণিমার বিপরীতে অভিনয়ের পর থেকে চলচ্চিত্রে একাধিক প্রস্তাব আসতে থাকে আমার। ‘তারকাঁটা’র গল্পটি বেশ পছন্দ হয়েছে আমার।

আমার চরিত্রটির মধ্যে বেশ মজা রয়েছে। চলচ্চিত্রে এ ধরনের চরিত্রে আমি অভিনয় করিনি এখনো। মীম বলেন, ছবিতে মৌসুমী আপু ও শুভ ভাইয়ার সঙ্গে কাজ করতে পারাটা সত্যিই আনন্দের। সেই সঙ্গে পরিচালক রাজের পরিকল্পনা এবং চিন্তা ভাবনা আমার বেশ পছন্দ হয়েছে। সব মিলিয়ে পুরো ইউনিটের সঙ্গে কাজ করতে পেরে ভীষণ তৃপ্ত আমি। ‘তারকাঁটা’ ছবিতে আরেফিন শুভ, মীম ও মৌসুমী ছাড়া আরো অভিনয়ে থাকছেন আহমেদ শরীফ, হাসান মাসুদ, ডা. এজাজ, ফারাক আহমেদ, সোহেল খান, দিয়া, চাষী প্রমুখ। পিং পং এন্টারটেইনমেন্টের ব্যানারে ছবিটির নির্বাহী প্রযোজক শুকলা বণিক।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone