বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শুক্রবার, মে ৩, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » ইসরায়েলি সেনার গুলিতে তিন ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি সেনার গুলিতে তিন ফিলিস্তিনি নিহত 

জেরেুজালেমের পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের গুলিতে তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ছুরি নিয়ে ইসরায়েলি সেনাদের ওপর হামলার সময়ে গুলিতে তারা নিহত হয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।
cc
গত মাসে জেরুজালেমের আল আকসা মসজিদে ফিলিস্তিনিদের প্রবেশে কড়াকড়ি আরোপের পর ইসরায়েলি ইহুদিদের ধর্মীয় ও রাজনৈতিক উত্তেজনা শুরু হয়। উভয় সম্প্রদায়ের কাছেই ওই এলাকাটি পবিত্র স্থান। এই উত্তেজনাকে কেন্দ্র করে ২০১৪ সালে গাজা যুদ্ধের পর ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাত শুরু হয়।

বিবৃতিতে ইসরায়েলি বাহিনী বলেছে, একটি ইহুদি বসতির কাছে দুজন ফিলিস্তিনিকে সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখে সেদিকে সেনারা এগিয়ে যায়। এ সময় সন্দেহভাজনরা এক সেনাকে ছুরিকাঘাতে আহত করলে তাদের গুলিতে দুজনই নিহত হয়েছেন।

১৭ ও ২২ বছর বয়সী ওই দুই তরুণ নিহতের কয়েক ঘণ্টা পর ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে আরো এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যার কথা জানানো হয়।

চলতি মাসের শুরু থেকে এখন পর্যন্ত দুপক্ষের সংঘর্ষে কমপক্ষে ৫৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে ৩২ জন সশস্ত্র হামলাকারী ছিলেন বলে ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone