বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » জয়ের ধারা ধরে রাখতে চায় বার্সা

জয়ের ধারা ধরে রাখতে চায় বার্সা 

লা লিগার শিরোপার লড়াইয়ে আরেক ধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্যে রাতে মাঠে নামছে বার্সেলোনা। লিওনেল মেসি-নেইমারের প্রতিপক্ষ গেটাফে। ক্যাম্প ন্যুয়ে মঙ্গলবার বাংলাদেশ রাত ১২ টায় শুরু হবে ম্যাচটি।

7

লা লিগায় দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সার মধ্যে শিরোপার লড়াইটা এই মুহূর্তে বেশ জমে উঠেছে। রিয়ালের থেকে বার্সা কখনো পাঁচ পয়েন্ট এগিয়ে যাচ্ছে। আবার একদিন পরেই ব্যবধানটা কমিয়ে দুইয়ে আনছে রিয়াল। ৩৩ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সা। সমান ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে রিয়ালের অবস্থান দ্বিতীয়।লা লিগায় টানা ৯ ম্যাচ ধরে অপরাজিত রয়েছে বার্সা। এর মধ্যে ৮টিতে জয় এবং একটি ম্যাচ ড্র করেছে কাতালান ক্লাবটি। তবে লা লিগায় গেটাফের সঙ্গে শেষ দুই দেখায় জিততে পারেনি বার্সা। দুটি ম্যাচই ড্র হয়। সবশেষ ম্যাচে গেটাফের মাঠে গোলশূন্য ড্র করে ফেরে বার্সা। ফলে আজকের ম্যাচটি বার্সার জন্য প্রতিশোধেরও। লা লিগায় নিজেদের ২৩তম শিরোপা জেতার পথে এগিয়ে যেতে আজকের ম্যাচে জয় দরকার বার্সার।

লিগে আর পাঁচটি করে ম্যাচ বাকি আছে বার্সার, রিয়ালেরও। এই পাঁচ ম্যাচের প্রতিটাকেই একটি ফাইনাল হিসেবে দেখছেন বার্সার মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা। এই স্প্যানিশ তারকা বলেছেন, ‘এখন প্রতিটা ম্যাচই একটি করে ফাইনাল। বাকি ম্যাচগুলোয় আমাদের জয় দরকার। আমরা সব কিছুই গুরুত্বের সঙ্গে নিচ্ছি। জয়ের ধারা ধরে রাখতে চাই আমরা।অপরদিকে লিগে শেষ দুটি ম্যাচ হেরে এই মুহূর্তে টালমাটাল অবস্থা গেটাফের। অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে ৪-০ এবং লেভান্তের কাছে ১-০ গোলে হারে তারা। ফলে ছন্দহীন দলটিকে হারিয়ে শিরোপার লড়াইয়ে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ বার্সার সামনে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone