বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শনিবার, মে ৪, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » আবারও রাজধানীতে ভূমিকম্প আতঙ্কে নগরবাসী

আবারও রাজধানীতে ভূমিকম্প আতঙ্কে নগরবাসী 

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ফের শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার দুপুর সোয়া একটায় এ ভূকম্পন অনুভূত হয়। উৎপত্তিস্থল নেপালের কেদরির ১৭ কি.মি. দক্ষিণে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৭।

5

গতকাল শনিবারও ভূমিকম্প অনুভূত হয়। দুপুর সোয়া ১২টার দিকে এ ভূকম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউজিএস’র তথ্য অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৯। তবে এর আগে জানানো হয়েছিল এর মাত্রা ছিল ৭ দশমিক ৫। নেপালের পোখারার কেন্দ্রস্থলে এর গভীরতা ছিল ১১ দশমিক ৯ কিলোমিটার।দ্বিতীয় দফার এ ভূমিকম্পে নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় অফিস, বাসা-বাড়ী ছেড়ে রাস্তায় নেমে পড়ে সবাই।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone