বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শুক্রবার, মে ৩, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » ইয়েমেন থেকে আরও ১০ বাংলাদেশী দেশে ফিরেছেন

ইয়েমেন থেকে আরও ১০ বাংলাদেশী দেশে ফিরেছেন 

c

নিজস্ব প্রতিবেদক : ইয়েমেন থেকে ১০ জনেরও বেশি বাংলাদেশী আজ সন্ধ্যায় ঢাকা এসে পৌঁছেছে। সরকারের আন্তরিক প্রচেষ্টায় তারা নিরাপদে দেশে ফিরতে সক্ষম হয়েছে।এ সকল বাংলাদেশী গোলযোগপূর্ণ ইয়েমেনে আটকা পড়েছিল।

c
পররাষ্ট্র সচিব মোঃ শহীদুল হক এর আগে আজ বিকেলে সাংবাদিকদের জানান, ইয়েমেনে আটকা পড়া দশজন বাংলাদেশী দুবাই ফ্লাইটে (এফজেড-৫৮৫) আজ সন্ধ্যা ৬টা ৪৫ মিঃ জিবুতি বিমানবন্দর থেকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবে।
পররাষ্ট্র সচিব মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিং-এ বলেন, ইয়েমেনের ইডেন বন্দর থেকে ৫৬ জনের বেশি বাংলাদেশী জিবুতিতে এসে পৌঁছেছে।
পররাষ্ট্র সচিব শহীদুল হক আরো জানান, এখানে প্রাপ্ত তথ্যমতে, গত ২৬ মার্চ ইয়েমেনে গোলযোগ শুরু হবার পর থেকে এ পর্যন্ত মোট ৩৬০ জনের বেশি বাংলাদেশী মধ্যপ্রাচ্যের এই দেশটি থেকে জিবুতিতে সরিয়ে আনা হয়েছে। এদের মধ্যে ৩৪০ জনকে ভারতের নৌ-বাহিনীর জাহাজ এবং এয়ার ইন্ডিয়া ফ্লাইটে করে ২০ জনকে উদ্ধার করা হয়। এছাড়া উদ্ধার অভিযান শুরুর পর ১১ জন বাংলাদেশী গতকাল জিবুতিতে এসে আশ্রয় নেয়।
তিনি বলেন, গতকাল ভারতীয় একটি নৌবাহিনীর জাহাজে করে মোট ২৭২ জন বাংলাদেশী ইয়েমেনের হোদেইদা থেকে জিবুতিতে এসে পৌঁছে। এদের মধ্যে ২৬১ জন পুরুষ, ৫ জন মহিলা এবং ৫ জন শিশু।
এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব আরো বলেন, ইয়েমেনে যুদ্ধ শুরু হবার পর থেকে সেদেশে আটকা পড়া বাংলাদেশীদেরকে নিরাপদে সরিয়ে আনতে তার মন্ত্রণালয় ও সরকার আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, উদ্ধার প্রক্রিয়া আরো দ্রুত করার জন্য সরকার সেখানে জনবল বৃদ্ধির চেষ্টা করছে। তিনি বলেন, আটকা পড়া বাকি বাংলাদেশীদেরকে উদ্ধারে আমরা আইওএমসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে কথা বলছি। প্রয়োজনে ভাড়া করা জাহাজ দিয়ে তাদেরকে ফিরিয়ে আনা হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইয়েমেনে আটকা পড়া বাংলাদেশীদেরকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্যাপারে ব্যক্তিগতভাবে খোঁজ-খবর রাখছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ইয়েমেনে ১৫০০ থেকে ৩০০০ বাংলাদেশী রয়েছে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone